নব্বই দশকের জনপ্রিয় বলিউড নায়িকা পূজা ভাট। বাবা মহেশ ভাটের হাত ধরেই নায়িকা হিসেবে বলিউডে আবির্ভাব তার। তবে গত এক দশক থেকে সাফল্যের সঙ্গে প্রযোজনা করছেন তিনি।
সম্প্রতি তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে একটি টুইট করেছেন। সেই টুইট বার্তার জের ধরে ভারতীয় সংবাদ মাধ্যম দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছেন। পূজা ভাট সাক্ষাতকারে তুলে ধরেন তার অতীত জীবন সম্পর্কে।
তিনি বলেন, হতাশার কবলে পড়ে অনেক বছর নেশায় ডুব দিয়েছিলাম। এরপর স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আঘাতের ধাক্কায় পড়েছি, ভেঙে পড়েছি। কষ্ট ভুলতে নেশা হাত তুলেছি। প্রথমে আমি মদ খেতাম। পরে মদ আমাকে খেয়েছে।
মদ খাওয়ার পর টলোমলো পায়ে অনেকবার ব্যাথা পেয়েছি, পড়েছি। এরপর নেশাকে ইতি টেনে গত দুই বছর ১০ মাস ধরে আমি আবার আপনাদের সেই আগের পূজা ভাট হয়ে ফিরে এসেছি।
ক্যারিয়ারে মহেশ ভাটের পরিচালনায় পূজার অন্যতম সফল ছবি ‘সড়ক’। ১৯৯১ সালে মুক্তি পাওয়া ছবিটির নায়ক ছিলেন সঞ্জয় দত্ত। ওই ছবির সিক্যুয়ালে পূজা ভাটের সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভাট ও আদিত্য রায় কাপুর। ছবিটি ২০২০ সালের ১০ জুলাই মুক্তি পাবে।