বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিনে সিলেটে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মধ্যে খাবার বিতরণ করেছে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিলেট জেলা শাখা।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে সিলেট রেলওয়ে ষ্টেশনে খাবার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের জেলা সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. দেবব্রত চৌধুরী লিটনের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
এসময় বদর উদ্দিন আহমদ কামরান বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে তিনিও জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতেন। কিন্তু পঁচাত্তরের পনের আগস্ট ঘাতকেরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। ঘাতকেরা শেখ রাসেলকেও সেদিন রেহাই দেয়নি। তাদের সে আশা দুরাশায় পরিণত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ হিসাবে বাংলাদেশ গড়ে উঠছে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল তার বক্তব্যে বলেন, আমাদের এ প্রজন্মকে শপথ নিতে হবে যে আমরা সততার সাথে রাজনীতি করবো, দেশকে গড়ে তুলবো জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান দুর্নীতিবিরোধী অভিযান যেন সর্বাত্মক সফল হয় সেজন্য আমাদের যার যার জায়গা থেকে কাজ করে যেতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা সহ সভাপতি এড. এম আর মুন্না, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বাসিত রানা, সেলিম আহমদ মেম্বার, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম দারা, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এম. শামীম আহমদ, এড. শামীম আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমদ জিকু, সাবেক ছাত্রলীগ নেতা সেলিম আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জায়েদ আহমদ, সিলেট জেলা বারের সদস্য এড. কবির আহমদ, এড. আরিফ আহমদ, উপজেলা শেখ রাসেল পরিষদের সভাপতি সুয়েব আহমদ, সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, শেখ রাসেল নেতা শাকিল আহমদ, হাফিজুর রহমান সাব্বির, শেখ মারুফ, তাওহিদুল হাসান হিবলু, সালাউদ্দিন আহমদ, অনিক আহমদ, মো. নাসিম, সোহাগ আহমদ, জাবেদ আহমদ, মারুয়ান আহমদ, সানুয়ার আহমদ, আতিক হাসান লাভলু, রিফাত আহমদ, সাকিকুর রহমান জুয়েল, আজমল আলী, মোছা ইব্রাহিম, সিজানুর রহমান, নাসিম উদ্দিন, ওয়াহিদুর রহমান, রুহুল আমীন, নাহিদ আহমদ, মিলাক আহমদ, সাব্বির হোসাইন, মিজান আলম জয়, তারেক আহমদ, আকরাম আহমদ, নুরুল ইসলাম শিমুল, সাজু আহমদ, মাহি আহমদ রাজ, আমিনুল ইসলাম প্রমুখ।
পরে সংগঠনের দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে নগরীর কিন ব্রিজ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ের সামনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি সুয়েব আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত রূপন গোস্বামীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতৃবৃন্দ।
এছাড়াও সিলেটের সকল উপজেলায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কনিষ্ঠ ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেছিলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী থাকাকালীন শেখ রাসেল বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের বেশিরভাগ সদস্যসহ নির্মমভাবে নিহত হন।