একুশে পদকপ্রাপ্ত রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, পবিত্র ত্রিপিটক অনুবাদক, বিনয়াচার্য্য, পন্ডিত প্রবর শ্রদ্ধেয় সত্যপ্রিয় মহাথের মহোদয় বৃহস্পতিবার রাত ১ টায় ( ৩ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি বাংলাদেশী বৌদ্ধদের অন্যতম শীর্ষ ধর্মীয় গুরু ছিলেন। তিনি মহান মুক্তিযদ্ধের সময় অনেক মানুষকে আশ্রয় দয়ে প্রাণ বাঁচিয়ে ছিলেন এবং ২০১২ সালে রামুর দুঃখজনক ঘটনা পরবর্তী সময়ে অত্র এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই মনীষির মহাপ্রয়াণে ‘কানাডা-বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশন এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।