বিজ্ঞানী আইজ্যাক নিউটন আপেল গাছের নিচে বসে চিন্তাভাবনা করতে করতে বিজ্ঞানের অমর একটি আবিষ্কার করে ফেলেন। নিউটন সাহেব সেদিন আপেল গাছের নিচে বসেছিলেন বলেই নাকি আবিষ্কার হয়েছিল ‘মধ্যাকর্ষণ শক্তি’। তবে বিজ্ঞানের নতুন কোন আবিষ্কারের আশায় নয়, কেবল গাছ থেকে নিজ হাতে আপেল ছিঁড়ে খাওয়ার আনন্দ পেতেই মন্ট্রিয়লের অনেক বাঙালি পরিবার কুইবেকের বিভিন্ন আপেল বাগানে যাচ্ছেন। কুইবেকের ওকা এর Jude-Pomme থেকে বিশেষ মুহূর্তের এ ছবিটি তুলেছেন ইমাদ আহমেদ রিয়াদ।