কানাডায় নির্বাচন । জমে উঠেছে প্রচারণা। ভোটের ফলাফল যাই হোক প্রচারণার নতুনত্বে অনেকটা এগিয়ে আছেন বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মানুষের মন জয় করতে কী না করছেন তিনি!
কানাডার নির্বাচনে গণতন্ত্রের সুন্দর দিকটা খুব ফুটে ওঠে। প্রার্থীদের মধ্যে কোনো দৃষ্টিকটু সংঘাত চোখে পড়ে না, সমর্থকদের মধ্যে অস্বাভাবিক উত্তেজনা, মারামারির কথা সেখানে ভাবাই যায় না। বরং প্রার্থীরা নির্বাচনের সময়ও পরস্পরের প্রতি এতটা শ্রদ্ধা ও বাৎসল্য দেখান যে সমর্থকদের মধ্যেও সহিষ্ণুতা আরও বেড়ে যায়।
নির্বাচনের প্রচারে গিয়ে বৃদ্ধদের সঙ্গে খুনসুটি, গাছ লাগানো এবং বেশিরভাগ সময় স্ত্রীকে পাশে নিয়ে ঘুরছেন ট্রুডো। সম্প্রতি ট্রুডো মন্ট্রিয়লে গিয়েছিলেন নির্বাচনি প্রচারে। এক ফাঁকে এক বক্সারের সঙ্গে বক্সিং প্রশিক্ষণেও অংশ নেন তিনি। এতে প্রচারে নতুনত্ব এলো, সংবাদমাধ্যম লুফেও নিলো বিশেষ মুহূর্তটি— মন্দ কী! এছাড়া মঙ্কটনে নির্বাচনের প্রচারে গিয়ে গান গাওয়ার সুযোগ এসেছিল। সুযোগটা ছাড়েননি তিনি। মাঠে খেলোয়াড়দের সঙ্গে বলও করেছেন ট্রুডো।
এছাড়া মানুষকে দ্রুত আপন করে নেয়ার খ্যাতি রয়েছে জাস্টিন ট্রুডোর। অনেকেই ছুটে আসেন সুদর্শন নেতার সঙ্গে ছবি তুলতে। সাধারণত কাউকে হতাশ করেন না ট্রুডো। শেষ পর্যন্ত নির্বাচনে কে জয়ী হবেন তার জন্য অপেক্ষা করতে হবে ভোট পর্যন্ত।