নাঈম ইসলাম : পত্রিকা মারফত জানতে পারলাম বাংলাদেশের বর্তমান ক্যাসিনো ব্যবসা মূলত নিয়ন্ত্রণ করেন যুবলীগ সভাপতি (ঢাকা মহানগর দক্ষিণ) ইসমাইল চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক (ঢাকা মহানগর দক্ষিণ) খালেদ মাহমুদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক (ঢাকা মহানগর দক্ষিণ) একেএম মোমিনুল হক সাঈদ এবং স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মোঃ আবু কাওছার। সারাবিশ্বে বাংলাদেশীদের মধ্যে খুব আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সাহসী সিদ্ধান্তকে সবাই প্রশংসা করছেন। ফেইসবুক এবং অনলাইন পত্রিকায় দেখলাম কানাডা স্বেচ্ছাসেবক লীগ মন্ট্রিয়ালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোঃ আবু কাওছারকে সংবর্ধনা দিয়েছেন। আমার প্রশ্ন, মোল্লা মোঃ আবু কাওছার সাহেব কি দেশে ফিরে যাবেন ? এটা বলার কারণ আমি ফেইসবুকে দেখেছি কানাডা আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল চৌধুরী লিখেছেন, দেশে গেলে নাকি তিনি গ্রেফতার হবেন ?
ফেইসবুকে আরেকটি ছবি দিয়েছেন কানাডা যুবলীগ নেতা নজরুল ইসলাম যেখানে কানাডা আওয়ামী লীগ সভাপতি গোলাম মাহমুদ মিয়া এবং যুবলীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা মহানগর দক্ষিণ) খালেদ মাহমুদ ভূঁইয়া এক সাথে। এ নিয়েও চলছে পক্ষে-বিপক্ষে লেখালেখি। সাধারণত রাজনৈতিক দলের নেতা-কর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ছবি তুলে থাকেন নিজেদের কানেকশন দেখানোর জন্য। অনেক সময় তা বুমেরাং হতে পারে। ক্ষমতা চিরস্থায়ী নয়।