ভোরের আলো ডেস্ক: টরন্টোর বাঙালী অধ্যুষিত ড্যানফোর্থ-ভিক্টোরিয়া পার্ক এলাকায় একটি স্থায়ী শহীদমিনার নির্মাণের জন্য তহবিল সংগ্রহের লক্ষে এক বর্ণাঢ্য নৈশভোজের আয়োজন করে অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংণ্ডয়েজ ডে মনুমেন্ট ইনক। সংগঠনের ৩৭ সদস্যের পূর্ণ বোর্ড অফ ডিরেক্টরস, বাংলাদেশী-কানাডিয়ান কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ও আঞ্চলিক সংগঠন সমূহের সদস্য ও নেতৃবৃন্দ এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মীবৃন্দ ছাড়াও এতে অংশ নেন টরন্টোতে বসবাসরত অন্যান্য আরো বেশ কিছু এথি্নক কমিউনিটির সদস্য ও নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টরন্টোর মেয়র জন টোরি, টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাইম উদ্দিন আহমেদ, বিচেস-ইস্ট ইয়র্ক এর এমপিপি রিমা বান্স্-র্ম্যাকগউন, স্কারবোরো সাউথ ওয়েস্ট এর এমপিপি ডলি বেগম এবং বিচেস ইস্ট ইয়র্ক এর সিটি কাউন্সিলর ব্র্যাড ব্রাডফোর্ড। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত অভিনেতা আফজাল হোসেন এবং অপি করিম। মাত্র ৩০ মিনিটের ফান্ডরাইজিঙ পর্বে সংগৃহীত হয় প্রায় এক লক্ষ আঠারো হাজার ডলার। শহীদমিনারে নির্মাণে বিভিন্ন কমিউনিটির মানুষের এমন আবেগঘন ও উদার অংশগ্রহণ অবাক করে দেয় উপস্থিত অতিথিদের। উল্লেখ্য যে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় মোট অর্থের মধ্যে ইতিমধ্যেই সংগৃহিত ৫০% তহবিলের সাথে ফান্ডরাইজিঙ ডিনার এর টিকিট বিক্রি থেকে আয়কৃত অর্থ আর ফান্ডরাইজিঙ পর্বে পাওয়া কমিটমেন্ট মিলিয়ে ধারণা করা যায় যে শহীদ মিনারের জন্য প্রয়োজনীয় অর্থের প্রায় পুরোটারই হয়তো জোগাড় হয়ে যাচ্ছে শিগগিরই। তাই টরন্টোবাসী হয়তো অচিরেই পেয়ে যাবেন তাঁদের বহুদিনের স্বপ্ন, এই শহরের বুকে একটি স্থায়ী শহীদমিনার।সংগঠনের বোর্ড অফ ডিরেক্টরস এর সদস্যরা হলেন ব্যারিস্টার চয়নিকা দত্ত, সৈয়দ শামসুল আলম, মির্জা শহীদুর রহমান, গাজী বেলায়েৎ হোসেন, রুমানা চৌধুরী, রেজাউল করিম তালুকদার, নাহিদ আক্তার, মুহাম্মদ ফয়জুল করিম, ব্যারিস্টার কামরুল হাফিজ, সৈয়দ আব্দুল গফ্ফার, মালিহা মনসুর, নাসির কাশেম, হাবীবুল্লাহ দুলাল, অরুণা হায়দার, হাসিনা কাদের, সবিতা সোমানী, সুমন সায়ীদ, শাকের মুস্তাফা চৌধুরী, ফরিদা হক, মুহাম্মদ কফিলুদ্দীন পারভেজ, খোকন আব্বাস, আবুল আজাদ, শহীদুল ইসলাম মিন্টু, আবু জুবায়ের দারা, গোলাম সরওয়ার, রাসেল রহমান, আনোয়ার শামসুদ্দোহা, অলোক চৌধুরী, ম্যাক আজাদ, সাঈদুন ফয়সাল, আহাদ খন্দকার, মুহাম্মদ জাহাঙ্গীর, জামাল হোসাইন, শক্তি দেব, নজরুল ইসলাম মিন্টো, মুনির ইসলাম এবং রিজওয়ান রহমান।
এ সম্পর্কে বিস্তারিত সংবাদ থাকবে আমাদের আগামী সংখ্যায়।