রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার হোল্ডার এনামুল হক ও রূপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩। এ সময় এ দুই নেতার বাড়ি থেকে কোটি টাকা ও ৭২০ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে। জানা গেছে, এনামুল হক গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রূপন ভূঁইয়া যুগ্ম সাধারণ সম্পাদক। তারা আপন ভাই।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর মুরগিটোলায় এ দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালানো হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি র্যাবের চলমান অভিযানে ওয়ান্ডারার্স ও আরামবাগ ক্লাবে ক্যাসিনো চালানোর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ছিল এনামুল হক ও তার আপন ভাই রূপনের বিরুদ্ধে। এ দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হবে। তারা তাদের বাড়ির দ্বিতীয় তলায় থাকেন-এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু এখনও তাদের পাওয়া যায়নি। তাদের আটক করতে অভিযান চলছে। তবে তাদের বাড়িতে অভিযান চালিয়ে নগদ কোটি টাকা ও ৭২০ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে। এসব টাকা আর স্বর্ণালঙ্কার বৈধ কি না তদন্ত করে দেখা হবে।