ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতককে ফেলে রেখে তার মা-বাবা উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যার পর থেকে হাসপাতালের ওয়ার্ডে কন্যা নবজাতকটির পাশে তা বাবা-মাসহ কোনো স্বজনকেই দেখা যায়নি।
তবে শিশুটি ভালো আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৯টার দিকে খবর পাই হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে এক মেয়ে নবজাতক বিছানায় পড়ে আছে, তার সঙ্গে কেউ নেই। পরে ওয়ার্ডে গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারি, ১৩ তারিখ ভোরে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। এরপর থেকেই ১০৬ নম্বর ওয়ার্ডের অতিরিক্ত বিছানায় চিকিৎসা চলছিল শিশুটির। নবজাতকটির সঙ্গে তার বাবা ও মা ছিলো।
এএসআই আব্দুল খান জানান, ভর্তি ফাইল থেকে জানা যায় নবজাতকটির মায়ের নাম নাহার ও বাবার নাম রাসেল। তাদের বাসা মিরপুরে। পরে নবজাতকটিকে এনআইসিইউ’তে ভর্তি রাখা হয়েছে। তবে সে সুস্থ আছে।
তিনি আরও জানান, আশপাশের রোগীর স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি, শনিবার সারাদিনই বাবা-মায়ের মধ্যে ঝগড়া হচ্ছিলো। তবে কখন যে তারা নবজাতকটি রেখে চলে গেছে কেউ দেখতে পায়নি। সন্ধ্যার পর থেকে তাদেরকে দেখেনি কেউ।
বিষয়টি শাহবাগ থানায়ও জানানো হয়েছে জানিয়েছে এএসআই জানান, নবজাতকটির বাবা-মাকে খোঁজার চেষ্টা চলছে।