ইলে ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই পেল সেই ডিম বালক

ফ্রান্সের প্রসিদ্ধ ইলে ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই পেয়েছেন মুসলিমবিদ্বেষী অস্ট্রেলিয়ান সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম ভাঙা বালক উইল কনোলি।

নিউজিল্যান্ডে গত মার্চে দুটি মসজিদে বন্দুক হামলার জন্য মুসলিম অভিবাসনকে দায়ী করে বক্তব্য দিচ্ছিলেন মুসলিমবিদ্বেষী অস্ট্রেলিয়ান সিনেটর ফ্রেজার অ্যানিং।

এমন সময় অ্যানিংয়ের পেছনে থাকা উইল কনোলি নামের এক বালক তার মাথায় ডিম ছুড়ে ভাঙেন। এমনকি এই দৃশ্য তিনি মোবাইল ফোনে ধারণের চেষ্টাও করেন।

কনোলিকে ঘটনাস্থল থেকে আটক করলেও তার বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের না করেই ছেড়ে দেয় পুলিশ। এমনকি দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনও তার পক্ষ নেন।

অ্যানিং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার মাথায় কনোলি ডিম ভাঙায় দৃশটির ভিডিও ও ছবি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়।

ডিম বালক হিসেবে পরিচিতি পাওয়া কনোলি হিরো বনে যান। তিনি গত ১৮ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে জানান ইলে ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই পেয়েছেন।

তিনি ইনস্টাগ্রামে প্রচ্ছদটির ছবি পোস্ট করে লেখেন, ইলে ম্যাগাজিনের আন্দোলনকারী ও চেঞ্জ মেকারদের নিবন্ধে আমাকে উপস্থাপন করায় আমি কৃতজ্ঞ।

গত ১৫ মার্চে ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলায় পাঁচ বাংলাদেশিসহ ৫০ জন নিহত হন। এছাড়া প্রায় অর্ধশত জন আহত হন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ