BSCF: Bangladesh Socio-Cultural Forum of Quebec দারুন এক উদ্যোগকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে। BSCF Talent Show 2019 সর্বত্র প্রশংসিত এবং সমাদৃত হয়েছে। বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে BSCF Talent Show 2019। পুরো প্রতিযোগিতাটি প্রথম থেকেই পেশাদারিত্বের ছোঁয়া ছিল। মন্ট্রিয়লের এ প্রজন্মের প্রতিভাবানরা এ প্লাটফর্মের মাধ্যমে নিজেদের সুপ্ত প্রতিভা প্রকাশ করতে পেরেছেন।
তারই ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর রোববার হয়ে গেল BSCF Talent Show 2019 এর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পর্ব। গান,নাচ,ও বাদ্যযন্র প্রতিযোগিতায় প্রথমে ২৮ জনের মধ্যে ১৭ জন সিলেকসন রাউন্ডে চলে আসে। এই ১৭ জনের মধ্যে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয় ১০ জন এবং এই ১০ জন থেকে সেমিফাইনালে উত্তীর্ণ হয় ৬ জন। যেহেতু দুজনের মার্কস সমান হয়েছে তাই ৬ জনকে নেয়া হয়েছে। এই ৬ জন অক্টোবরের ১২ তারিখ ফাইনাল রাউন্ডে অংশগ্রহন করবেন। ফাইনাল রাউন্ডে এই ৬ জনের মধ্যে যথাক্রমে ৩ জন আসবে। ১ম,২য় ও ৩য়।
কোয়ার্টার ও সেমিফাইনালে বিচারকদের ভোট ধরা হয়েছে ৬০% এবং দর্শকদের ভোট ধরা হয়েছে ৪০%। যারা বিচারক মন্ডলিতে ছিলেন তারা প্রত্যেকে নিজ নিজ যোগ্যতায় অনেক বড় মাপের বিচারক। তারা হলেন বিশিষ্ট নৃত্য শিল্পী সুদেষ্ণা মল্লিক, বিশিষ্ট গানের শিল্পী কোকিলা দত্ত ও বিশিষ্ট মিউজিসিয়ান ঝলক দে চৌধুরী। অক্টোবরের ১২ তারিখ Decarie Square এর সিনেমা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে Grand Finale. সেখানে আমন্ত্রিত শিল্পীগণ অংশ নিবেন। সেলিম চৌধুরী ছাড়াও আরো অনেক গুণী শিল্পী উপস্থিত থাকবেন বলে জানা যায় আয়োজকদের পক্ষ থেকে।