মৃত্যুর এক বছর পরও নড়াচড়া করে মানবদেহ- এমনটাই বলছেন অস্ট্রেলিয়ান এক বিজ্ঞানী। সম্প্রতি ‘ফরেনসিক সায়েন্স ইন্টারন্যাশনাল : সিনার্জি’ জার্নালে এ সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশিত হয়। খবর ডেইলি মেইল’র।
সাধারণত ধারণা করা হয় মৃত্যুর পরপর বা কয়েক ঘণ্টা পরই মানবদেহের সব ক্রিয়া বন্ধ হয়ে যায়। কিন্তু অস্ট্রেলিয়ান এই বিজ্ঞানী ধারনা পাল্টে দিলেন।
বিজ্ঞানী এলিসন উইলসন বলেন, টানা ১৭ মাস ধরে তিনি মৃতদেহের ক্রিয়া নিয়ে গবেষণা ও ছবি তোলেন। তিনি দেখেছেন, মৃতদেহ আসলে শান্ত থাকে না। কোনো ক্ষেত্রে এমনও হয়েছে, মৃত্যুর সময় এক ব্যক্তির হাত শরীরের সঙ্গে লেপ্টে ছিল। ধীরে ধীরে তা ছড়াতে থাকে। কিছুদিন পর হাতটি শরীর থেকে বেশ দূরে প্রসারিত অবস্থায় দেখা যায়।
অস্ট্রেলিয়ার দক্ষিণ হ্যাম্পশায়ারের একটি ‘বডি ফার্মে’ গবেষণা চালান এলিসন। মূলত মৃত্যুর সঠিক সময় নির্ণয়ে গবেষণা চালান এলিসন।