মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদের উদ্যোগে এবং আয়োজক ডঃ শোয়েব সাঈদের সঞ্চালনায় খ্যাতনামা কবি এবং সাহিত্যিক আসাদ চৌধুরী মন্ট্রিয়লে মন্ট্রিয়লের স্বনামধন্য আবৃত্তিকার, সঙ্গীতশিল্পী, শিক্ষাবিদসহ গুনিজনদের সাথে মিলিত হয়েছিলেন এক সাহিত্য আড্ডায়। জনাব চৌধুরী স্বস্ত্রীক পুত্র এবং পুত্রবধু সহ মন্ট্রিয়লে বেড়াতে আসলে উনাকে ঘিরে আয়োজন করা হয় এই আড্ডাটির। আয়োজনের শুরুতে তাজুল মোহাম্মদ সন্মামনা গ্রন্থ মুক্তিযুদ্ধের ধুলিপথের চারণ শীর্ষক বইটি মন্ট্রিয়লের গুণীজনদের হাতে তুলে দেন কবি আসাদ চৌধুরী। সমবেত সুধীদের সাথে নাতিদীর্ঘ আলোচনায় অংশ নিয়ে “তখন সত্যি মানুষ ছিলাম” কবিতা খ্যাত কবি আসাদ চৌধুরী বাংলা ভাষার ইতিহাস, ব্রিটিশ আমল, ক্ষুদিরাম, ভারত বিভাগ, নেতাজি থেকে গান্ধী, রাজনীতিতে সাম্প্রদায়িকতা, বাংলা ভাষার প্রধান কবিগণ, একুশ থেকে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু থেকে সমসাময়িক রাজনীতি, বাংলা কবিতা আর সাহিত্যের হাল হকিকত ইত্যাদি নানাবিধ বিষয়ে কথা বলে। সুধীজনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তাঁর স্বভাব সুলভ বিনম্র উচ্চারণে।
কবি আসাদের বক্তব্যের মাঝে ফুটে উঠছিল বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ আর বাংলাদেশের প্রতি উনার গভীর মমত্ববোধ। “তখন সত্যি মানুষ ছিলাম” কবিতাটি মুক্তিযুদ্ধের প্রতি গভীর কৃতজ্ঞতায় মুক্তিযুদ্ধকালীন অগ্নিগর্ভা দিনগুলির বাস্তব চিত্র।
আলোচনার অংশ নেন ডঃ কুদরাতে খোদা, সারা জেসমিন, বিপুল মুন্সী, ডঃ শোয়েব সাঈদ, তাজুল মোহাম্মদ, বিদ্যুৎ ভোমিক সহ অনেকে। জনাব চৌধুরী কবিতা সহ-রচিত এবং অন্যান্য কবিদের কবিতা পাঠ করেন আফাজউদ্দিন তোতন, সঞ্জীব কুমার দাস, মুফতি ফারুক, সারা জেসমিন, সানজিদা বানু লাবনি, জয়নাল আবেদিন এবং শোয়েব সাঈদ। আড্ডায় উপস্থিত ছিলেন মন্ট্রিয়লের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। জনাব চৌধুরীর সন্মানে গানের আসর মাতিয়ে রাখেন ওপার বাংলার শিল্পী কোকিলা দত্ত, এপার বাংলার শিল্পী মাহবুব ভুঁইয়া, তাসলিমা মাহবুব, ডরিন মলি গোমেজ, রোমানা নাহিদ সোবহান, মুনমুন দেব, শরিফুল ইসলাম এবং আসাদ চৌধুরী তনয় আসিফ। পরিশেষে কবি আসাদ চৌধুরীর তাঁর নিজের কবিতা “তখন সত্যি মানুষ ছিলাম” আবৃত্তি করে আড্ডার যবনিকা টানেন।
আড্ডাটি অনুষ্ঠিত হয় ডঃ শোয়েব সাঈদ আর কনা সিদ্দিকী দম্পতির মন্ট্রিয়লের লাসালের বাসায়।