মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামযা বিন লাদেন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানে আফগানিস্তান/পাকিস্তান অঞ্চলে নিহত হয়েছেন। তবে অভিযান চালানোর সময় কিংবা নিহতের কোনো দিনক্ষণ তিনি উল্লেখ করেননি।
ওই বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, হামযা বিন লাদেনের মৃত্যু কেবল আল-কায়েদাকে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দক্ষতা এবং তার পিতার প্রতীকী সংশ্লিষ্টতা থেকে বঞ্চিত করে না, তাদের দলের কার্যক্রমেও হ্রাস টেনে ধরে।
ট্রাম্প আরো বলেন, হামযা বিন লাদেন বিভিন্ন ধরনের সন্ত্রাসী গ্রুপের সঙ্গে পরিকল্পনা এবং চুক্তি করতেন ।
এর আগে সিএনএন গত ৩১ জুলাই তাদের প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে হামযা বিন লাদেন নিহত হয়েছেন। মার্কিন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের অভিযানে তিনি নিহত হয়েছেন, তবে নিহতের ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।