গত ৮ সেপ্টেম্বর রবিবার টরেন্টোর ৩০১৬ ডেনফোর্থ এভিনিউয়ে কানাডা বিএনপি’র উদ্যোগে ৪১তম মহান প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহাদ খন্দকার। সভার কার্যক্রম পরিচালনা করেন মমিনুল হক মিলন। সভায় বক্তব্য রাখেন মাহবুব উর রব চৌধুরী, রেশাদ চৌধুরী, মিসেস মালিহা মনসুর, সৈয়দ তপন মামুদ,সাবেক চেয়ারম্যন আব্দুস মুসব্বির, এজাজ খান, মোহাম্মদ হোসেন, জাকির খান, জাকারিয়া রশীদ চৌধুরী,নাজমা হক, মোঃ মকবুল হোসেন, সিরাজুল হক চৌধুরী, তৌফিক রহমান, মাশরুল হোসেন রিপন, নাঈম চৌধুরী, লিটন আহমদ, সরদার সাঈদ, প্রকৌশলী আব্দুর রব খান, মুশফিকুর রহমান সহ আরো অনেকে। সভায় বক্তারা স্বাধীনতার ঘোষক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ ৩০লক্ষ শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও লক্ষ লক্ষ নির্যাতিত মা বোনদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, মৌলিক অধিকারের জন্য লড়াই করতে গিয়ে এই স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনী ও পুলিশের নির্যাতনে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। গুম, খুন, ধর্ষণে অতিষ্ঠ জাতি আজ দিশেহারা। গণতন্ত্র হত্যাকারী, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসকারী রক্তপিপাসু এই সরকার আজীবন ক্ষমতা কুক্ষিগত রাখতে আবারও বাকশাল কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে। আন্দোলনের মাধ্যমে এই ব্যাংকলুটেরা দালাল সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। পৃথিবীর কোন জালেম স্বৈরাচারী চিরকাল ক্ষমতায় থাকতে পারেনি। এই জালেম স্বৈরাচারের পতন হবে।