কলোম্বিয়ার জাতীয় ফুটবল দলের এক সময়কার তারকা ফুটবলার অ্যাডিয়াস এস্কোবারের পুরো নাম অ্যাডিয়াস এস্কোবার সালদারিয়াগার। জন্ম : ১৯৬৭ সাল। ১৯৯৪ সালের ২ জুলাই তাকে গুলি করে হত্যা করা হয়। কারণ অনুসন্ধানে জানা যায়, ১৯৯৪ সালে ফিফা বিশ্বকাপ খেলায় আত্মঘাতী গোল দেয়া ছিল তার অপরাধ। আরও জানা যায়, ডিফেন্ডার এস্কোবারের দেয়া আত্মঘাতী গোলের কারণে অনেক বড় বড় মাদক ব্যবসায়ী ফিফা বিশ্বকাপ নিয়ে খেলা জুয়ায় হেরে যায়, ফলে অর্থনৈতিক ভাবে তারা ক্ষতির শিকার হয়। প্রতিশোধ হিসেবেই এস্কোবারকে হত্যা করা হয়। এই হত্যার অভিযোগে হামবার্তো মুন্নোজ ক্যাস্ট্রকে ১৯৯৫ সালে গ্রেফতার করে ৪৩ বছরের জেল দেয়া হয়। প্রমাণিত হয় সে এস্কোবারকে ১২ রাউন্ড গুলি করে এবং গুলি করার সময় সে ‘গোল! গোল!’ বলে চিৎকার দেয়। ৪৩ বছর পূর্ণ হওয়ার অনেক আগেই সে ছাড়া পেয়ে যায়।