গত ১৭ আগস্ট শনিবার টরন্টোর কস্তুরি ব্যাঙ্কুয়েট হলে কানাডায় বসবাসরত American International University-Bangladesh (AIUB) এর সাবেক শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী অনুষ্ঠিত হল । বিকেল সাড়ে ৬টা থেকে শুরু হয় এই আয়োজন, চলে মধ্যরাত পর্যন্ত। কানাডাতে প্রথমবারের মতো এ পুনর্মিলনী অনুষ্ঠিত হলো।
রুমানা পারভীন, ফারহানা নাহিদ এবং শাহ মোঃ তাকভীরের উপস্থাপনায় অনুষ্ঠানটি আলোকিত করেন বরেণ্য কবি আসাদ চৌধুরী এবং এমপিপি ডলি বেগম। তাঁরা কেক কেটে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষনা করেন।
কানাডার বিভিন্ন শহর থেকে আগত বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা অনুষ্ঠানে আনন্দ-আড্ডায় মেতে ওঠেন।
পরিবার-স্বজন-বন্ধুদের সাথে বুফে ডিনারে মজার সব খাবার-দাবার, র্যাফেল ড্র আর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তারা। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ব্যান্ড দল দুর্নিবার, আসিফ, অনিক এবং এআইইউবি এর সাবেক শিক্ষার্থী সৌরভ। অনুষ্ঠানে এক পর্যায়ে এআইইউবি এর সাবেক শিক্ষার্থী মাহমুদুল হাসান রুবেল কর্তৃক প্রকাশিতব্য লাইফ স্টাইল ম্যাগাজিন ‘পদ্মা থেকে লরেন্স’ এর লোগো উন্মোচন করেন বরেণ্য কবি আসাদ চৌধুরী এবং এমপিপি ডলি বেগম।
পুরো অনুষ্ঠানটি আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেছেন রুমানা পারভীন, ফারহানা নাহিদ, শাহ মোঃ তাকভীর, সৈয়দ হোসেন তুহিন, এইচ এম সোলায়মান, রাফি মোহাম্মদ আজাদ, মোঃ রাসেল শিকদার, শাহরিন ইশতিয়াক, মোঃ রুহুল আমিন, আলমগীর হোসেন, এ আর আশিকুর রহমান, শরিফুল আলম ভূঁইয়া প্রমূখ।