ভোরের আলো রিপোর্ট: কানাডার সর্বাধিক প্রচারিত বাংলা সাপ্তাহিক পত্রিকা ভোরের আলো’র আয়োজনে ‘ভোরের আলো পয়েন্ট অব ভিউ’র এক্সক্লুসিভ পর্ব রবিবার। বাংলাদেশ সময় রাত ১০টা এবং কানাডা সময় বেলা ১১ টায় প্রচার হবে ভোরের আলো পয়েন্ট অফ ভিউ ফেসবুক ও ইউটিউব লাইভ। এ পর্বটিও সঞ্চালনা করবেন ভোরের আলো’র বার্তা সম্পাদক দীন ইসলাম। তিনি জানান, ভোরের আলো পয়েন্ট অফ ভিউ নিয়ে দর্শকদের আগ্রহ দেখে আমরা অভিভূত। অনুষ্ঠানের গুনগত মান বাড়ার কারনে দর্শক সংখ্যা দিন দিন বাড়ছে। এবারের অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে আলজাজিরার রিপোর্ট, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহেমানের বীর উত্তম খেতাম বাতিলসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এবারের লাইভে অতিথি হিসেবে থাকছেন আন্তজাতিক অপরাধ ট্টাইব্রুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য সুজাদুর রহমান। সঞ্চালক দীন ইসলাম জানান, ভোরের আলো সম্পাদক আহাদ খন্দকারের নির্দেশনায় আমরা দর্শকদের নতুন কিছু ইনফরমেশন দেয়ার চেষ্টা করছি। সবাই চোখ রাখুন। আশা করছি নিরাশ হবেন না।