ড. আসিফ নজরুল
আলজাজিরার প্রতিবেদনের বিরুদ্ধে সরকারপক্ষের একটা তীব্র আপত্তি ছিল এর নামকরন নিয়ে। তাদের বক্তব্য আনিস, হারিস এরা প্রধানমন্ত্রীর লোক না।
আজকের পত্রিকায় দেখলাম জোসেফের মতো এরাও সরকারের ক্ষমা পেয়েছেন।
দন্ডিত ব্যক্তির ক্ষেত্রে সরকারের ক্ষমা দুভাবে হয় । এক: সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি এ ক্ষমা করতে পারেন। দুই: ফৌজদারী কার্যবিধি অনুসারে দন্ডিত ব্যক্তির আবেদনক্রমে দন্ড প্রদানকারী আদালতের মতামতের ভিত্তিতে সরকার তাকে ক্ষমা করতে পারে। তবে এক্ষেত্রেও প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হয়।
তারমানে, আনিস, হারিস আদালতে খুনী প্রমাণিত এই দুজন যেভাবেই ক্ষমা পেয়ে থাকেন, তার পেছনে প্রধানমন্ত্রীর অফিসের সম্মতি ছিল।
এরা প্রধানমন্ত্রীর লোক না বুঝলাম। তাহলে এরা কার লোক, কি এদের যোগ্যতা যে এদেরকে ক্ষমা করা হলো? সেও বেআইনীভাবে পলাতক থাকা অবস্থায়?
আর যদি প্রধানমন্ত্রীর অগোচরে তারা ক্ষমা পেয়ে থাকেন তাহলে এর দায় কার?
আরেকটা কথা, ক্ষমা বা দায়মুক্তি সত্যি দুবছর আগে হলে- এখবরটা এতো প্রচন্ডভাবে গোপন রাখা হয়েছিল কেন এতোদিন?