মেসিই ফিফার সেরা

২০২২ সালের ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড পেলেন আর্জেন্টিনা ও পিএসজির ফরোয়ার্ড লিওনেল মেসি। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাকে পেছনে ফেলে সেরার মুকুট জিতেছেন ৩৫ বছর বয়সী তারকা।

গত বছরের শেষ দিকে মেসির নেতৃত্বে বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। এর মধ্যে দিয়ে ৩৬ বছরের শিরোপা খরা কাটে দেশটির। মেসি দুর্দান্ত পারফর্ম করেন, জেতেন টুর্নামেন্ট সেরার স্বীকৃতি।

ক্লাব ও দেশ মিলিয়ে ২০২১-২২ মৌসুমে ৪৯ ম্যাচে ২৭ গোল করেছেন মেসি।

এবার ফিফার সেরা হওয়ার পথে ৫২ পয়েন্ট পেয়েছেন মেসি। এমবাপ্পে পেয়েছেন ৪৪ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা বেনজেমার পয়েন্ট ৩৪।

এ নিয়ে মোট সাতবার ফিফার বর্ষসেরার পুরস্কার পেলেন মেসি। ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ সালের পর ফের এই পুরস্কার পেলেন তিনি।

২০১৬ সাল থেকে ফিফা একক ভাবে এই পুরস্কার দিয়ে আসছে। তার আগে অন্য একটি সংস্থার সঙ্গে যৌথ ভাবে এই পুরস্কার দিত তারা।

মেয়েদের বিভাগে সেরা হয়েছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুটেলাস।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ