যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘শনিবার বিকেল’, বাংলাদেশে কবে?

বাণিজ্যিকভাবে উত্তর আমেরিকায় মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। পরিবেশক প্রতিষ্ঠানের বরাত দিয়ে খবরটি জানিয়েছে মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি।

প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুর ভিত্তিক পরিবেশক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই ‘শনিবার বিকেল’-এর বিশ্বব্যাপী বিতরণ স্বত্ব পেয়েছে। প্রাথমিকভাবে রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র ও কানাডায় ছবিটি মুক্তি দেবে।

২০১৬ সালে ঢাকায় সংঘটিত সন্ত্রাসী হামলার গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমা আন্তর্জাতিক একাধিক উৎসবে পুরস্কার জিতেছে। প্রায় চার বছর ধরে বাংলাদেশের সেন্সর বোর্ডে আটকে আছে সিনেমাটি। সম্প্রতি ছাড়পত্র পাওয়ার আভাস মিললেও পরে তা কার্যকর হয়নি।

এ কারণে দেশের আগেই আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে। পরবর্তী মাসে যুক্ত হবে আরো কিছু দেশ।

এ বিষয়ে নির্মাতা ফারুকী বলেন, আমি আনন্দিত যে ছবিটি শেষ পর্যন্ত ব্যাপক সংখ্যক দর্শক দেখতে পাচ্ছেন। আশা করেছিলাম প্রথমে বাংলাদেশে মুক্তি পাবে। তবুও আমি আনন্দিত যে উত্তর আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্বের মানুষ দেখবে।

একাধিক দেশের অর্থায়নে নির্মিত ‘শনিবার বিকেল’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায় ও ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ