আর্জেন্টিনার লিগে খেলবেন জামাল ভূঁইয়া!

কাতার বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার চিত্র ছড়িয়ে পড়েছিল বিশ্বব্যাপী। সুবাদে দুই দেশের মধ্যে বন্ধন আরও জোরালো হয়েছে। আর এরই ধারাবাহিকতায় এবার দারুণ এক খবর মিলল।

আর্জেন্টিনার ক্রীড়া বিষয়ক দৈনিক ‘টিওয়াইসি স্পোর্টস’ জানাচ্ছে বাংলাদেশের জামাল ভূঁইয়া খেলবেন দেশটির লিগে।

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল এখন খেলছেন শেখ রাসেল ক্রীড়াচক্রের হয়ে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জামাল সোল দে মাইয়োতে যোগ দিতে যাচ্ছেন। যে ক্লাবটি আর্জেন্টিনার তৃতীয় স্তরের লিগ তোরনেয়ো ফেদারেল ‘এ’-তে খেলে।

ক্লাবটির এক অফিশিয়াল উদ্ধৃতি দিয়ে জামালের খবরটি প্রকাশ করেছে ‘টিওয়াইসি স্পোর্টস’। এ ছাড়া ট্রান্সফার মার্কেটেও জামালের বর্তমান ক্লাব দেখাচ্ছে- সোল দে মাইয়ো।

ডেনমার্কে জন্ম নেওয়া ৩২ বছর বয়সী জামাল ২০১২ সালে প্রথম বাংলাদেশের লিগে নাম লেখান। এই মিডফিল্ডার ডেনিস লিগেও খেলেছেন। পরে নাড়ির টানে জাতীয় দল হিসেবে বেছে নেন বাংলাদেশকে।

বাংলাদেশের লিগে আবাহনী ও শেখ রাসেল ছাড়াও শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সাইফ স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনীতে খেলেছেন জামাল। মাঝে খেলেছেন ভারতের ঐতিহ্যবাহী দল কলকাতা মোহামেডানেও।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ