ছেলের দুর্ঘটনার খবর শুনে কানাডায় গেলেন কুমার বিশ্বজিৎ

ছেলে নিবিড় কুমারের দুর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়ে কানাডায় গেলেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ।

সোমবার মধ্যরাতে কানাডার টরন্টোতে মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন নিবিড়। গাড়িতে থাকা তার তিন বন্ধু বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে।

টরন্টো প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর জানিয়েছেন, নিহতরা হলেন শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ, আরিয়ান দীপ্ত। নিবিড় আহত অবস্থায় চিকিৎসাধীন।

কুমার বিশ্বজিতের জনপ্রিয় অনেক গানের গীতিকার রবিউল ইসলাম জীবন জানিয়েছেন, নিবিড়ের অবস্থা আশঙ্কাজনক। তিনি এখন আইসিইউতে রয়েছেন।

দুর্ঘটনার খবর প্রকাশের পর কুমার বিশ্বজিতের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়েও সফল হওয়া যায়নি।

গীতিকার জীবন বলেছেন, ছেলের দুর্ঘটনার খবর শুনে মঙ্গলবার রাতেই স্ত্রীসহ কানাডার উদ্দেশে রওয়ানা হয়েছেন কুমার বিশ্বজিৎ।

কানাডা প্রবাসী অনেকে ফেইসবুকে লিখেছেন, টরন্টো নগরীর অদূরে ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের কাছে দুর্ঘটনায় পড়ে গাড়িটি। সড়ক বিভাজকে লেগে গাড়িটি উল্টে গিয়েছিল। নিবিড় গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় শাহরিয়ার ও দীপ্ত ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় অ্যাঞ্জেলার।

কুমার বিশ্বজিৎ ও নাইমা সুলতানা দম্পতির একমাত্র সন্তান নিবিড়।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ