কানাডা বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গত ২৪ জানুয়ারী রোববার কানাডা বিএনপি’র উদ্দ্যোগে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা এবং আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যু বার্ষিকী ও কানাডা বিএনপি’র অন্যতম নেতা সাইফুল আলম খানের মৃত্যুতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টরেন্টোর ৩০১৬ ডেনফোর্থ এভিনিউয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহাদ খন্দকার, সভা পরিচালনা করেন আবুল কালাম আজাদ। সভায় বক্তব্য রাখেন রেজাউর রহমান, রেশাদ চৌধুরী, মিছবাহুল ফাহিম চৌধুরী, আখলাক হোসেন, এস. তপন মাহমুদ, এজাজ আহমেদ খান, জাকির খান, ডঃ মোঃ হানিফ উদ্দীন, মঈন চৌধুরী, মাহবুব চৌধুরী রণি, আমরিন হোসেন, রিমন ইসলাম, আবু জহির মোঃ সাকিব, এস. কে সুহেলুজ্জামান খান, মোঃ সাহেদ, আলী হোসেন,

হাবিবুর রহমান চৌধুরী মারুফ ,

আব্দুল মান্নান, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন বকুল, নাহিদ আহমেদ, বিল্লাল আহমেদ, সাকিব আহমেদ, শরীফ চৌধুরী ও আব্দুল মান্নান (নান্না মিয়া) সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, শহীদ জিয়া শুধু স্বাধীনতার ঘোষক নন, তিনি একজন বিজয়ী মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক এবং বীর উত্তম। তিনি দেশ ও জাতির এক ক্রান্তি লগ্নে দেশের ৭৫ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে দেশের একদলীয় বাকশালী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। তিনি দেশেল প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। রাষ্ট্র পরিচালনায় তার দক্ষতা, নিষ্ঠা ও সততার কারণে তলাবিহীন ঝুড়ি থেকে অল্পদিনেই দেশ স্বনির্ভরতা অর্জন করে। তিনি বাংলাদেশকে বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকো ও সাইফুল আলম খানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মঈন চৌধুরী। সভায় মরহুম সাইফুল আলম খানের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ