মন্ট্রিয়ল ব্যুরো প্রধান হুমায়ুন কবির রতন এবং মন্ট্রিয়ল নিউজ এডিটরের দায়িত্বে মাহমুদুল হাসান রুবেল

নতুন বছরের প্রথম সংখ্যা থেকে মন্ট্রিয়ল ব্যুরো প্রধানের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব অব মন্ট্রিয়ল এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রতন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং এর উপর এম.কম করা হুমায়ুন কবির রতন ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সাপ্তাহিক যোগাযোগ পত্রিকার মন্ট্রিয়ল ব্যুরোর নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০১০ সাল পর্যন্ত সাপ্তাহিক সময় পত্রিকার মন্ট্রিয়ল ব্যুরোর নিউজ এডিটর হিসেবে কর্মরত ছিলেন। ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি সাপ্তাহিক দেশের আলো’র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন পর আবার সাপ্তাহিক ভোরের আলো’র মন্ট্রিয়ল ব্যুরোর দায়িত্ব নিয়ে হুমায়ুন কবির রতন বলেন, কানাডার সর্বাধিক প্রচারিত ও প্রকাশিত ভোরের আলো পত্রিকা পরিবারের সাথে যোগ দিয়ে ভালো লাগছে। ভালো কিছু করার চ্যালেঞ্জ নিয়ে নতুন বছর শুরু করলাম। কানাডায় দীর্ঘ ১৮ বছর সাংবাদিকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পাঠকদের চাহিদা পূরণে সর্বোচ্চ প্রচেষ্ঠা চালিয়ে যাবো। আমার এ নতুন যাত্রায় সবাইকে পাশে পাবো- নতুন বছরে এ প্রত্যাশা।
এদিকে ২০১৩ সাল থেকে ২০১৭ সাল এবং ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সাপ্তাহিক ভোরের আলো’র মন্ট্রিয়ল ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন মাহমুদুল হাসান রুবেল। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এম.বি.এ করা মাহমুদুল হাসান রুবেল বাংলাদেশের প্রথম ফাইন আর্ট ফটোগ্রাফি বিষয়ক প্রতিষ্ঠান ‘ফটোফি একাডেমী অব ফাইন আর্ট ফটোগ্রাফি’, কমিউনিটি বাংলা ব্লগ ‘আমার ব্লগ’, সৃজনশীল প্রকাশনী সংস্থা ‘আমার প্রকাশনী’, প্রযোজনা সংস্থা ‘ঢাকা অপেরা’, বিনোদন বিষয়ক সংবাদ মাধ্যম ‘থ্রী সিক্সটি বিনোদন’ এর সহ-প্রতিষ্ঠাতা। মাহমুদুল হাসান রুবেল বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও অনলাইন এবং প্রিন্টিং উভয় মাধ্যমে আমরা সরব থাকবো নিত্য নতুন সংবাদ নিয়ে।
ভোরের আলো’র সম্পাদক আব্দুল আহাদ খন্দকার এ বিষয়ে বলেন, সাংবাদিকতায় অভিজ্ঞ হুমায়ুন কবির রতন মন্ট্রিয়ল ব্যুরো টিমে যোগ দেয়ায় ভোরের আলো পরিবার আনন্দিত। ভোরের আলো পরিবার বিশ্বাস করে হুমায়ুন কবির রতন এবং মাহমুদুল হাসান রুবেল সাপ্তাহিক ভোরের আলোকে তাদের প্রতিভা ও সৃজনশীলতার মাধ্যমে আরো সমৃদ্ধ করবেন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ