প্রভিন্সিয়াল নির্বাচন এবং কুইবেকের সাম্প্রতিক রাজনীতি

লিখেছেন প্রকৌশলী শিহাব উদ্দিন

কুইবেকের প্রভিন্সিয়াল পার্লামেন্ট ‘ন্যাশনাল এসেম্বলি’র ৪৩তম নিবার্চন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩রা অক্টোবর। পাঁচটি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবারের নির্বাচনে| উল্লেখযোগ্য নির্বাচনী এজেন্ডা গুলোর মধ্যে আছে বার্ষিক ইমিগ্রেশন সংখ্যা, ফ্রেন্স ভ্যালু, কুইবেকের সার্বভৌমত্ব, জলবায়ু এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম।

 ইতোমধ্যে সম্পন্ন হয়েছে নির্বাচনী টিভি বিতর্ক এবং অগ্রিম ভোট| গত উইকেন্ডে সমাপ্ত অগ্রিম ভোটে ২৩% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সর্বশেষ প্রকাশিত জরিপ থেকে দেখা যাচ্ছে ক্ষমতাসীন Coalition Avenir Québec (CAQ) প্রতিদ্বন্দ্বী দলগুলি থেকে যোজন যোজন ব্যবধানে এগিয়ে আছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী দল হিসেবে কাউকে খোঁজে পাওয়া যাচ্ছে না। ফলে ‘কে এবার বিজয়ী হচ্ছে?’ এর চেয়ে বেশী আলোচনা হচ্ছে ‘কে হচ্ছে এবার অফিশিয়াল বিরোধী দল?’ কিংবা ‘কোন দিকে যাচ্ছে কুইবেকের রাজনীতি’। প্রতিদ্বন্দ্বীতাহীনতার কারণে নিবার্চনী অংশগ্রহনকারী দলগুলির মধ্যে অনুষ্ঠিত টিভি বিতর্ক ছিল অনেকটা নিরুত্তাপ। অবশ্য CAQ লীডারকে জলবায়ু এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ে প্রতিদ্বন্দ্বী নেতাদের থেকে তীব্র আক্রমণের স্বীকার হতে হয়েছে। প্রাক নির্বাচনী টিভি বিতর্কে “ইমিগ্রেশনের সাথে সহিংসতা” এবং “আদিবাসীদের বিরুদ্ধে রেসিজম”  বিষয়ে আপত্তিকর মন্তব্য করে দুই দুইবার মেজাজ হারিয়ে পরক্ষনেই তার জন্যে দুঃখ প্রকাশ করা ছিল এবারের ‘টক অব দি টাউন’। 

 ১৯৯৫ সালের গণভোটে “না” ফলাফলের মাধ্যমে মূলত কুইবেকের বিচ্ছিন্নতার প্রশ্নটির আপাত: যবনিকাপাত ঘটে। এজেন্ডা বাস্তবায়নে ব্যর্থ পার্টি কুইবেকোয়া(PQ) রাজনৈতিকভাবে অনেকটা অকার্যকর হয়ে পড়ে|  এরপর ২০০৭ সালের পর Québec Solidaire এর আগমন কুইবেকে লিবারেল পার্টি(PLQ) এবং পার্টি কুইবেকোয়া’র (PQ) দ্বিদলীয় একচেটিয়া আধিপত্যে কিছুটা আঘাত আনে। পরবর্তীতে দৃশ্যপটে CAQ’র আগমন এবং ফ্রান্সোয়া লোগো’র  নেতৃত্ব প্রধান দু দলের অবনমনকে আরো স্পষ্ট করে| কুইবেকের নিজস্ব আইডেন্টিটি নিয়ে রাজনীতি এবং ফরাসি ভাষার অধিকারকে সামনে রেখে আক্রমণাত্মকভাবে এগুনো লোগো এক ঢিলে দুই পাখি শিকার করতে সক্ষম হন| একদিকে ‘সার্বভৌম কুইবেক’ এজেন্ডাকে ‘ডেড এজেন্ডা’ হিসেবে আখ্যায়িত করে PQ-কে পর্যুদস্ত করে অনেকটা বিলুপ্তির দ্বারপ্রান্তে নিয়ে আসতে পেরেছে CAQ। অন্যদিকে বিচ্ছিন্নতা ইস্যু বিলুপ্তিতে ‘অখণ্ড কানাডা’ নীতি নিয়ে রাজনীতি করা PLQ কেও কার্যতঃ অপ্রয়োজনীয় প্রমান করতে সক্ষম হন লোগো । গণভোটের সমস্ত আলোচনা স্থগিত করে, মন্ট্রিয়লের বাইরে নন-ফ্রাঙ্কোফোন লিবারেলদের মেরুকে ক্রমশ অপ্রাসঙ্গিক করে তুলে CAQ | সুযোগ বুঝে ডান এবং বামপন্থী উভয় শিবির থেকে অনেক রাজনীতিবিদ যোগদান করতে থাকেন লোগো’র নেতৃত্বে CAQ শিবিরে| ফলশ্রুতিতে ২০১৮ এর নির্বাচনে বিপুল বিজয় লাভ করে ক্ষমতাসীন হয় CAQ । চার বছরের শাসন সেই সাথে  COVID – কালীন সময়ের সুবিধা নিয়ে নিজেদের আরো সুসহত করে তারা|

এবারের নির্বাচনের অন্যতম ইস্যু ইমিগ্রেশন বিষয়ে প্রিমিয়ার লোগো চাচ্ছেন বার্ষিক ইমিগ্রেন্টের সংখ্যা বছরে ৫০ হাজারের বিদ্যমান সীমারেখা বজায় রাখতে। তিনি বলেছেন এই সংখ্যা বছরে এককভাবে ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি। স্বাধীনতাকামী দল পার্টি ক্যুইবেকোয়া বলছে বিজয়ী হলে ইমিগ্রেশন সংখ্যা তারা বছরে ৫০হাজার থেকে কমিয়ে ৩৫ হাজারে নিয়ে আসবে। অপরপক্ষে, কুইবেক লিবারেল পার্টি বলছে তারা বার্ষিক ইমিগ্রেশন সংখ্যা ৫০হাজার থেকে ৭০ হাজারে এবং QS চায় সর্বোচ্চ ৮০ হাজার উন্নীত করতে। কুইবেকের স্বাধীনতা প্রশ্নে PLQ আগের দাবিতে অটুট থাকলেও ক্ষমতাসীন লোগো বলছেন ‘কুইবেকের সার্বভৌমত্ব তাদের অগ্রাধীকারের মধ্যে নেই যদিও এটি সম্ভব। বরং, প্রয়োজন কুইবেকের অধিকতর ক্ষমতায়ন”। লোগো বলছেন এককভাবে কুইবেকের সম্পদ বিশ্বের স্বাধীন দেশগুলির গড় সম্পত্তির সমান।

 গত ২৬ সেপ্টেম্বরে অনুষ্টিত সাড়ে ১০ হাজার লোকের উপর পরিচালিত সর্বশেষ জরিপে দেখা যায় ক্ষমতাসীন CAQ এর উপর ৪০% ভোটারের সমর্থন আছে। এর ধারেকাছে নেই কেউ|  প্রায় একই উচ্চতায় অবস্থান করছে প্রভিন্সিয়াল রাজনীতির সবচেয়ে প্রাচীন তথা সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা দল কুইবেক লিবারেল পার্টি(PLQ), কট্টর বামপন্থী রাজনৈতিক দল Quebec Solidaire(QS) এবং ডানপন্থী Quebec Conservative Party (PCQ) | কাকতালীয়ভাবে PLQ, QS  এবং PCQ এই তিন দলের সমর্থন প্রায় ১৫%| স্বাধীন কুইবেকের স্বপ্নধারী পার্টি কুইবেকোয়া’র (PQ) সমর্থন এই তিন দলের একটু নীচে।  তাদের উপর সমর্থন আছে ১২% ভোটারের। তবে পপুলার ভোটের সমীকরনে CAQ এর অবস্থান আহামরি কিছু না হলেও ইলেকটোরাল ভোটের হিসেবে তাদের অবস্থান খুবই সুসংহত। ১২৫ টি আসনের ইলেকটোরাল ভোটের আসন  প্রজেকশনে দেখা যাচ্ছে CAQ ৯৭টি আসন জিততে যাচ্ছে। PLQ পেতে যাচ্ছে মাত্র ১৭টি আসন যা গত নির্বাচনে তাদের বিজয়ী আসনের প্রায় অর্ধেক।

ক্ষমতাসীন প্রিমিয়ার ফ্রান্সোয়া লোগো’র  পলিসি CAQ কে এবারের নির্বাচনে যতটুকু সুবিধা দিয়েছে তার চেয়ে বেশি সুবিধা দিয়েছে বিরোধী দলগুলির COVID-19 কালীন সময়ের বাধ্য হয়ে থাকা  নিষ্ক্রীয়তা। সেই সাথে ২০১৮ এর নির্বাচনের পর থেকে বিরোধী দল বিশেষ করে লিবারেল শিবিরে কোয়ালিটি নেতৃত্বের অভাব CAQ-কে অনেকটা বিনা লড়াইয়ে আগামী চার বছরের জন্য পুন:নির্বাচিত করতে যাচ্ছে। এদিকে Bill-24 এর রহিতকরণের দাবিতে অটুট আছে কুইবেকের মুসলিম সমাজ।  প্রভিন্সিয়াল নির্বাচন উপলক্ষে National Council of Canadian Muslims (NCCM) পক্ষ থেকে  একটি ইলেট্রোরাল গাইডলাইন প্রকাশ করা হয়েছে। 

লেখকঃ প্রকৌশলী শিহাব উদ্দিন

(৫১৪) ৩৬৮-৯000, realtor.shihab@gmail.com realtor.shihab@gmail.com

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ