কানাডায় “পঞ্চাশে স্বপ্নের বাংলাদেশ” বইয়ের প্রকাশনা উৎসব

গত ২২শে মে- ২০২২ তারিখে ম্যাক-গ্রেগর পার্ক কমিউনিটি সেন্টার – ২২৩২, লরেন্স এভিনিউতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন, ‘তবক-দেয়া পান’ কাব্যগ্রন্থের কবি, সাংবাদিক, বাংলা একাডেমির প্রাক্তন পরিচালক, একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী।
তার সাথে উপস্থিত ছিলেন বইটির ৩৩জন লেখকের মধ্যে টরন্টো-বাসী একমাত্র লেখক আহমদ ইনসাফ।
মূলত বিশ্ব-সাহিত্য কেন্দ্রের সদস্যরা যাদের জন্ম ১৯৭১ বা তার কাছাকাছি – তাদের স্মৃতিচারণ মূলক লেখা বই “পঞ্চাশে স্বপ্নের বাংলাদেশ”। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সামিহা নুসরাত, অনুষ্ঠানে আবৃত্তি করেন কবি খন্দকার কায়েস হাসান, ‘দ্রোহ ও জলের প্রণয়’ এর কবি রেজা অনিরুদ্ধ ও অন্যান্যরা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মেজর(অব:) সৈয়দ মিজান – আসাদ চৌধুরীর পুত্র আসিফ চৌধুরীও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ