‘টিপাই বাঁধ বিরোধী আন্দোলন করার কারণেই আমার বাবাকে টার্গেট করা হয়’- আবরার ইলিয়াস

টিপাই মুখ বাঁধ বিরোধী আন্দোলন করার কারণেই আমার বাবাকে টার্গেট করা হয় বলে মন্তব্য করেছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস। আজ সকালে রাজধানী প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ‘মায়ের ডাক’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার আবরার ইলিয়াস বলেন, টিপাই মুখ বাঁধ বিরোধী আন্দোলন করার কারণেই আমার বাবাকে টার্গেট করা হয়। তিনি সিলেটের টিপাই বাঁধমুখী লংমার্চ করেছিলেন। এসব কারণেই আমার বাবাকে গুম করা হয়েছে। সরকার তাদের রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে আমার বাবাকে গুম করেছে। সঙ্গে গাড়িচালক আনসার আলীকেও গুম করা হয়েছে। আমরা এখনও আশায় আছি, আমার বাবা ফিরে আসবেন।

আমার বাবা এম ইলিয়াস আলী, গাড়িচালক আনসার আলীসহ গুম হওয়া সকল মানুষ ফিরে আসুক এই প্রত্যাশা করি।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ