যুক্তরাজ্য বিএনপি’র সভাপতির বাড়িতে হামলা, মহাসচিব ও কানাডা বিএনপি’র নিন্দা

ভোরের আলো রিপোর্ট: যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আব্দুল মালেক-এর সিলেটের গ্রামের বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ৩০ শে এপ্রিল সংবাদপত্রে পাঠানো বিএনপি’র দফতর সম্পাদকের দায়িত্ব পালনকারি সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক প্রেস বিজ্ঞপ্তি পাঠান। এতে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা বিএনপি যুক্তরাজ শাখার সভাপতি আব্দুল মালেক-এর সিলেটের গ্রামের বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, গত ২৮ শে এপ্রিল ভোরে যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আব্দুল মালেক-এর সিলেটের দক্ষিণ সুরমাস্থ তেতলী গ্রামের বাড়িতে ছাত্রলীগের সন্ত্রাসীরা অগ্নিসংযোগ, গুলিবর্ষণ, হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এই ন্যাক্কারজনক ঘটনা ফ্যাসিবাদের চরম বহিঃপ্রকাশ। আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের বেপরোয়া এবং লাগামহীন পৈশাচিক দানবীয় কর্মকান্ডে এখন দেশবাসীর প্রতিটি মুহুর্ত অতিবাহিত হচ্ছে গভীর শঙ্কায়। করোনা ভাইরাসের মহামারিতে দেশবাসীর আতঙ্ক ও উদ্বেগের মধ্যেও বিরোধী দলের ওপর গণবিরোধী সরকারের সন্ত্রাসী বাহিনীর নিযাতনের মাত্রার কোন কমতি নেই, বরং তা আরও বহুগুন বৃদ্ধি পেয়েছে।তারই ধারাবাহিকতায় সিলেটে বিএনপি যুক্তরাজ্য শাখার সভাপতির বাড়িতে কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। বিএনপি মহাসচিব অবিলম্বে বিএনপি-যুক্তরাজ্য শাখার সভাপতি আব্দুল মালেকের সিলেটের গ্রামের বাড়িতে ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানাডা, (টরেন্টো)  পক্ষ থেকে ইন্জিনিয়ার রেজাউর রহমান, মাহবুবু রব চৌধুরী, রেশাদ চৌধুরী,আহাদ খন্দকার, মাহবুব আলম,এনামুল কবির, ইন্জিনিয়ার লতিফ ভূইয়া,সাহিদ ভূইয়া, নুরুল ইসলাম, মিজবাউল কাদির ফাহিম, মঈন চৌধুরী, আরিফ আহমদ,ডাঃ শিবলী নোমানী,জাকির খান,নুরুল ইসলাম, এজাজ খান, মুমিনুল হক মিলন, মাহবুব চৌধুরী রনি, সৈয়দ তপন মাহমুদ, জাকারিয়া রশিদ চৌধুরী  , ডাঃ সিরাজুল ইসলাম চৌধুরী, ময়নুল ইসলাম মকবুল হোসেন মোহাম্মদ আলী আকবর, সাহিদ ভূইয়া, মাসরুল হোসেন রিপন,মিজানুর রহমান চৌধুরী মেহেদী ফারুক,আবুজহির মুহাম্মদ সকিব,আলিম হোসেন,আলী হোসেন যুক্তরাজ্য বিএনপির  সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ মালেক এর সিলেটের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেন, এই বর্বরোচিত ঘটনার অবিলম্বে সুষ্ট তদন্তসহ দোষী ব্যক্তি বা সংগঠনকে আইনের আওতায় এনে যথোপযুক্ত আইনী ব্যবস্হা করা হোক।