প্রভাকর বড়ুয়ার মহা প্রয়ান

শান্তনু বড়ুয়া(লিলুদা) ও বিশিষ্ট নাট্যজন শতদল বড়ুয়া(বিলু) দার অপার স্নেহবৎসল পিতা বাবু প্রভাকর বড়ুয়া গত ২১শে এপ্রিল সন্ধ্যা ৭:৩০ টায় ঢাকার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ৯৫ বৎসর বয়সে মৃত্যু বরণ করেন। তিনি তিন পুত্র ও এক কন্যাসন্তান, নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । তিনি জীবদ্দশায় প্রতিথযশা “সার্ভেয়ার” হিসেবে সুনামের সহিত কাজ করেছেন। তিনি বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত ছিলেন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকান্ডের সাথে জড়িত থেকে ঢাকায় বড়ুয়া বৌদ্ধ সমাজ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহামুনি পাহাড়তলী গ্রামের আলোকিত সন্তান। তিনি কানাডার নাগরিকত্ব নিয়ে মন্ট্রিয়লে প্রায় এক যুগ অবস্থান করে দেশে ফিরে যান। সংস্কৃতিসেবী, শিক্ষানুরাগী, সজ্জন, অমায়িক, নির্বিবাদী, সদ্ধর্মানুরাগী ও সমাজ হিতৈষী বরেণ্য এই ব্যক্তিত্বের মহা প্রয়ানে “কানাডা বাংলাদেশে বুড্ডিষ্ট এসোসিয়েশন” এর পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা এবং তার পারলৌকিক শান্তি ও স্বর্গসুখ কামনা করেছেন সংগঠনটির সভাপতি জয়দত্ত বড়ুয়া।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ