আগ্রা জামে মসজিদের নিচে কৃষ্ণের মূর্তি আছে কিনা তা খতিয়ে দেখতে জরিপের আবেদন

উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত আগ্রা জামে মসজিদ বা জাহানারা মসজিদটির নিচে কৃষ্ণের মূর্তি আছে কিনা তা খতিয়ে দেখতে পিটিশন দায়ের করা হয়েছে।

আইনজীবী শৈলেন্দর সিং হিন্দু দেবতা কৃষ্ণের বংশধর দাবি করা মনীশ যাদব নামে এক ব্যক্তি এবং দেবতা ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমানের পক্ষে এ পিটিশন দায়ের করেছেন।

পিটিশনে বলা হয়েছে, মোগল সম্রাট আওরঙ্গজেব মথুরা জামানস্থান মন্দিরে ধ্বংসযজ্ঞ চালিয়ে সেখান থেকে কৃষ্ণের মূর্তি নিয়ে আসেন। পরে আগ্রায় জাহানারা মসজিদের নিচে সেটিকে পুঁতে রাখে।

পিটিশনে আরও বলা হয়েছে, জাহানারা মসজিদের নিচে দেব-দেবী মূর্তি আছে কিনা তা খতিয়ে দেখা জরুরি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ