আবারও তসলিমার টুইট, এবার জবাব দিলেন মঈন আলির বাবা

ছেলে মঈন আলিকে অপমানের জবাব এবার দিলেন তারই পিতা মুনির আলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক উস্কে দেওয়া বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে অভিধান খুলে ‘ব্যঙ্গাত্মক’ শব্দের অর্থ দেখে নিতে বলেছেন তিনি। 

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা মঈন আলিকে নিয়ে বিতর্কিত টুইট করে সমালোচনার মুখে পড়েছেন তসলিমা নাসরিন। যা নিয়ে ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

ক্রিকেট ভক্তদের সমালোচনার মুখে সেই টুইটটি মুছে ফেলার পর আরও একটি টুইট করেন তসলিমা। এবার তার নতুন টুইটটির জবাব দিয়েছেন মঈন আলির বাবা মুনীর আলি।

সোমবার মঈনকে নিয়ে প্রথম টুইট করেন তসলিমা। সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম জানায়, আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মদ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগো থাকায় মঈন নিজের জার্সি থেকে সেই প্রতিষ্ঠানের লোগো তুলে নেওয়ার অনুরোধ করেন। তবে চেন্নাই দাবি করে, এই সংবাদটি ভুল।

এই খবর প্রকাশের পরই টুইটটি করেন তসলিমা। লিখেন, ‘মঈন আলি ক্রিকেট না খেললে সিরিয়াতে গিয়ে আইএসআইয়ের সঙ্গে যোগ দিত।’

মঙ্গলবার তাসলিমার টুইটটির জবাব দেন মঈনের ইংল্যান্ড জাতীয় দলের সতীর্থ জোফরা আর্চার। তসলিমার টুইটটি রি–টুইট করে আর্চার লিখেছেন, ‘আপনি কি সুস্থ? আমার মনে হয় না।’

এরপর নানা রকম নেতিবাচক মন্তব্যের শিকার হন তসলিমা নাসরিন। এ অবস্থায় মঙ্গলবার আরেকটি টুইট করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তসলিমা।

নতুন টুইটে তসলিমা লিখেন, ‘নিন্দুকেরা ভালো করেই জানে, মঈন আলিকে নিয়ে করা টুইটটি ব্যঙ্গাত্মক। কিন্তু তারা এটাকে ইস্যু হিসেবে ধরে নিয়ে আমাকে অপদস্থ করছে। কারণ, আমি মুসলিম সমাজকে ধর্মনিরপেক্ষ করার চেষ্টা করি এবং ধর্মান্ধতার বিরুদ্ধাচরণ করি। মানবজাতির অন্যতম মর্মান্তিক বিষয় হলো, নারীবাদের পক্ষ নেওয়া বামপন্থীরা নারীবাদের বিপক্ষে অবস্থান নেওয়া ইসলামপন্থীদের সমর্থন দেয়।’

তসলিমার এই টু্ইটের জবাবে মঈন আলির বাবা মুনির আলি লেখেন, ‘আমার ছেলে মঈনের বিরুদ্ধে তসলিমা নাসরিনের বাজে মন্তব্য পড়ে আমি হতবাক। তার টুইটটিতে তিনি তার মূল মন্তব্যটিকে ‘ব্যঙ্গাত্মক’ হিসাবে বর্ণনা করেছেন। আমি উনাকে একটি অভিধান নিতে বলব এবং ‘ব্যঙ্গাত্মক’ শব্দটির অর্থ দেখতে বলব।’

বুধবার আরও একটি টুইট করেছেন তসলিমা। যেখানে লেখা, ‘কেমন বোধ হচ্ছে?’ মনে হচ্ছে, সন্দেহভাজন দরিদ্র পকেটমারকে মারধর করা হচ্ছে।’

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ