লুটেরা বিরোধী মঞ্চ, কানাডা। ভার্চুয়াল ” অমর ২১শে শ্রদ্ধাঞ্জলী “

২১শে ফেব্রুয়ারী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেটরন্টোতে মাহবুব চৌধুরী রনি, ফারজানা চৌধুরী বিন্দু ও এরিন কবীরের পরিচালনায় এক সর্বজনীন এক ভার্চ্যুয়াল আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে লুটেরা বিরোধী মঞ্চের পক্ষে আলোচনা করেন,আহমেদ হোসেন, ডঃ মঞ্জুরে খোদা, ইমরুল ইসলাম, সুমন সাইয়ীদ, নওশের আলী, সৈকত রুশদী, মোহাম্মাদ বাশার, রেজা অনিরুদ্ধ,রাজিবুর রহমান, আসাদ নিশু

, রুহুল চৌধুরী, জাকারিয়া চৌধুরী, রোকেয়া পারভিন, হাসমত আরা চৌধুরী জুঁই, ডঃ সুরভি সাঈদ, রিফাত নওরীন, নাজমা কাজি, শেখ নাহার, রেজা সাত্তার, লিটলী রায়। 

কানাডা। গতবছর থেকে কানাডার টরন্টোতে বেগমপাড়া ও বাংলাদেশ থেকেঅর্থপাচার করে আনা দূর্ণীতিবাজ, ব্যবসায়িক, রাজনীতিক ও আমলাদের বিরুদ্ধে’ দেশ-বিদেশে সাড়া জাগানো লুটেরাদের বিরোধীএক সামাজিক আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন থেকে ঘোষণা করা হয় কানাডায় অর্থপাচারকারী লুটেরাদের সামাজিকভাবে বর্জন করা হবে। তারই অংশ হিসেবে এ বছর জানুয়ারী থেকে লুটেরা বিরোধী মঞ্চ, কানাডা ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন এবং প্রবাসী নাগরিকদের পক্ষ টরন্টো শহীদ মিনার নির্মান কমিটিতে থাকা দু’জন চিহ্নিত অভিযুক্ত লুটেরাকে বহিষ্কারের দাবী ওঠে।সংবাদ বিজ্ঞপ্তি

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ