পি কের আইনজীবী সুকুমার মৃধার স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় পি কে হালদারের আয়কর আইনজীবী সুকুমার মৃধার স্ত্রী তাপসী রানী শিকদারকে জামিন দেননি হাইকোর্ট। তাকে আগামী তিন সপ্তাহের মধ্যে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। তাপসী রানী সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে কর্মরত প্রিন্সিপাল অফিসার সিএমডি(অপারেশন) হিসেবে কর্মরত।
আদালতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশেদ আলম খান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী আশফাকুর রহমান ভুলু। পরে  ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের জানান, পি কে হালদারের আইনজীবীর স্ত্রী তাপসী রানী শিকদারকে আগামী তিন সপ্তাহের মধ্যে বিচারিক (নি¤œ) আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে, ৮ ফেব্রুয়ারি পি কে হালদারের আয়কর আইনজীবী সুকুমার মৃধা, তার স্ত্রী তাপসী রানী শিকদার, কন্যা অনিন্দিতা মৃধাসহ পাঁচজনকে আসামি করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলা করা হয়। ২০ কোটি, ৭০ লাখ ৮ হাজার ৮৫০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্জিত অর্থ স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে এই মামলা হয়। দুদকের উপপরিচালক সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ