শহীদ জিয়ার স্বপ্ন ছিল সমৃদ্ধশালী উন্নয়নমুখী একটি রাষ্ট্রগঠনের- কানাডা বিএনপির ভার্চুয়াল সভায় ড.আব্দুল মঈন খান

কানাডা বিএনপি আয়োজিত “শহীদ জিয়া–স্বনির্ভর বাংলাদেশ” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার রাত ১০ টায় কানাডা সময় !! ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন,-শহীদ জিয়াউর রহমান জেড ফোর্সের সর্বাধিনায়ক ছিলেন। সার্ক প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে তিনি সম্প্রীতির বন্ধন সৃষ্টি করেছিলেন। মহান স্বাধীনতাযুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করে বীরোত্তম খেতাবে ভূষিত ক্ষণজন্মা দেশপ্রেমিক শহীদ জিয়ার স্বপ্ন ছিল সমৃদ্ধশালী উন্নয়নমুখী একটি রাষ্ট্রগঠনের। তারই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশের জন্য গার্মেন্ট শিল্প চালু করেন, মধ্যপ্রাচ্যে শ্রমিক রফতানি চালু করেন, কৃষিখাতের উন্নয়নের জন্য খালকাটা কর্মসূচি চালু করেছিলেন, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা প্রবর্তন করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর জসিম উদ্দিন আহমেদ, সাবেক বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টো, অন্টারিও এর সাবেক সভাপতি মাহবুব রব চোধূরী, বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স অন্টারিও এর প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এম এনামুল্লাহ , ভোরের আলো পত্রিকার প্রকাশক রেশাদ চৌধুরী, সাবেক কানাডা বি এন পির সভানেত্রী মালিহা মনছুর, সাবেক কানাডা বি এন পির সভাপতি এজাজ খান, সাবেক কানাডা বি এন পির সি: সহ – সভাপতি ফারুক খান, বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টো, অন্টারিও এর সভাপতি জাকির খান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি সৈয়দ তপন মাহমুদ, বি এন পি নেতা ডা. সিরাজুল হক চৌধুরী, আজকাল পত্রিকার সম্পাদক মাহবুব চোধূরী রনি, সাবেক কানাডা বি এন পির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রশিদ চৌধুরী,বি এন পির অন্যতম নেতা প্রিন্সিপাল সৈয়দ আমিনুল ইসলাম, ড. শিবলী নোমানী বি এন পির অন্যতম নেতা শেখ এনামুল কবির, মঈন চৌধুরী,, শহিদুর রহমান শহীদ , রিয়েলটার শেখ মোহাম্মদ হাসিব, রিয়েলটার রাসেল সিদ্দিকী , কানাডা জাসাস সাধারণ সম্পাদক আবু জহির মুহম্মদ সাকিব, আব্দুল আলীম, তারেক আহমদ, জাহিদ ভুইয়া , নূরুল ইসলাম প্রমুখ
“শহীদ জিয়া–স্বনির্ভর বাংলাদেশ” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন কানাডা ভোরের আলো পত্রিকার সম্পাদক আহাদ খন্দকার, সঞ্চালনায় ছিলেন সাপ্তাহিক নবদ্বীপ নিউজ এর সম্পাদক এম এইচ মামুন !! সভায় কানাডা বি এন পির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান ফারাহ্ আহমেদ কে, – প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশি এমেরিকান ফারাহ্ আহমেদ কে Chief Of Staff, Under Secretary Of Rural Development হিসাবে নিয়োগ দিয়েছেন। এত উঁচু পদে কোন বাংলাদেশির নিয়োগ এই প্রথম দেয়া হলো।ফারাহ্ আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড: আব্দুল মঈন খানের ভাগ্নি। তার বাবা ড: মাতলুব আহমেদ ও মা ড: ফেরদৌস আহমেদ এমেরিকায় প্রফেসর হিসাবে নিয়োজিত আছেন।ফারাহ্ আহমেদের নানা ড: আব্দুল বাতেন খান বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ