কুয়েতে এমপি পাপুলের ৪ বছরের কারাদণ্ড, ৫৩ কোটি টাকা জরিমানা

কুয়েতের বহুল আলোচিত অর্থ ও মানব পাচার মামলায় বাংলাদেশের লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এ রায় দেয়া হয়। আরবি দৈনিক আল-কাবাস এ খবর দিয়েছে। ক্রিমিনাল কোর্টের বিচারক আব্দুল্লাহ আল-উসমান এ রায় ঘোষণা করেন। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে কুয়েতের জেলে থাকা বাংলাদেশি সাংসদ কাজী পাপুল এবং অর্থ পাচারে প্রধান সহযোগি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা মাজেন আল-জাররাহকেও একই দণ্ড দেয়া হয়েছে। কেবল কারাদণ্ডই নয়, তাদের প্রত্যেককে ১৯ লাখ দিনার (বাংলাদেশি টাকায় ৫৩ কোটি ২০লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ