বিএনপি নেতা হারিছ চৌধুরীকে ধরতে সিআইডির রেড অ্যালার্ট

বিএনপি নেতা হারিছ চৌধুরীকে ধরতে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, কিবরিয়া হত্যা মামলাসহ ১০ ট্রাক অস্ত্র মামলার দণ্ডিত এই নেতা বিদেশে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন বলে জানিয়েছে সংস্থাটি। তবে তিনি ঠিক কোথায় আছেন, তা স্পষ্ট করতে পারেনি তারা।

২০০১ থেকে ২০০৬ পর্যন্ত চার দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ছিলেন হারিছ চৌধুরী। ২০০৭ সালের ১১ জানুয়ারি সরকার গঠনের পর থেকে হারিছ চৌধুরী হাওয়ায় মিলিয়ে যান। তার কোনো সন্ধান পায়নি সরকার।

সিআইডিএডিশনাল ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন, বহাল তবিয়তে সবার চোখকে ফাঁকি দিয়ে দেশের বাইরে জায়গা বদল করে করে ঘুরে বেড়াচ্ছেন, বিএনপির নেতা হারিছ চৌধুরী।

 

এর আগেও ২০১৫ সালে তাকে ধরতে রেড অ্যালার্ট জারি করা হয়। কিন্তু সে চেষ্টা কাজে আসেনি।

বিডি প্রতিদিন

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ