টরন্টোতে লকডাউনবিরোধী বিক্ষোভ

     আরিফ আহমেদ কানাডা
করোনা ভাইরাস রুধে গত ১৮ই জানুয়ারী অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড ২৮ দিনের জন্য সবাইকে বাসায় থাকার জন্য এক বিশেষ  অধ্যাদেশ জারী করেন। এই অধ্যাদেশের প্রতিবাদ করে কয়েকশত মানুষ সিটি হলে জড়ো হয়ে মিছিল করে। এই  সময় পুলিশের হাতে বেশ কয়েকজন  গ্রেফতার হন।

গত শনিবার ১৬ই জানুয়ারী পুলিশ  টরন্টোতে লকডাউনবিরোধী বিক্ষোভকারীদের দুটি  সমাবেশ ভেঙে দিয়েছে এবং প্রাদেশিক নিষেধাজ্ঞা অমান্যকরার ফলে  কর্তৃপক্ষ আয়োজকসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

অতি অল্প সময়ের মধ্যে লকডাউনবিরোধী বিক্ষোভকারী আয়োজকরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে টরন্টো সিটি  হলে এবং আশেপাশের এলাকায়  জড়ো  হওয়ার জন্য আহ্বান করে।  মিছিলকারীরা   লোকডাউন তুলে দেবার জন্য জোর দাবী জানায়। এই অবস্থায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের  এক মুখোমুখি লড়াই হয়।

টরোন্টো ষ্টারের এক রিপোর্টে বলা হয় যে, পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে ২২ বছর বয়সী কেনন চাপল নাম একজনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া এবং  পুলিশ অফিসারকে অপমানিত করার কারণে চার্জ আনা হয়.

টরন্টো পুলিশ কনস্টেবল আলেক্স লি বলেন,”জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পুলিশ বাহিনী পাঠানো হয় এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। সময়মতো পুলিশ বাহিনী  পাঠানোর  ফলে জনগণের নিরাপত্থা নিশ্চিত করা হয়।”

কানাডার জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, কানাডার করোনা রুগীর সংখ্যা ৭ লক্ষের বেশি ছাড়িয়ে গেছে।

এদিকে অন্টারিও গত শনিবারে  আরও ৩ হাজার পাঁচশত ৫৬ জন নতুন রুগী শনাক্ত   এবং ৫১ টির বেশি মৃত্যুর খবর জানায়।

এই পর্যন্ত ওন্টারিওতে  ২ লক্ষ ৩৯ হাজার ৬২ জন করোনা রুগী শনাক্ত এবং ৫ হাজার ৩ শত ৯৫ জন মৃত্যু বরণ করেন। বিশেষজ্ঞরা মনে করেন শীত কালীন সময়ে  আগামী কয়েক মাসেই  এই সংখ্যা আরো অনেক আকারে  বৃদ্ধি পাবে।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ