হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি বংশদ্ভূত কে এই জাইন সিদ্দিক

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফের অফিসের একটি গুরুত্বপূর্ণ পদে জো বাইডেন একজন বাংলাদেশি বংশদ্ভূত আমেরিকানের নাম ঘোষণা করেছেন। তার নাম জাইন সিদ্দিক।

প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের অফিসিয়াল ট্রানজিশন ওয়েবসাইট বিল্ডব্যাকবেটার.গভ এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতের বিভিন্ন সংবাদপত্রেও তাকে ‘বাংলাদেশি আমেরিকান’ পরিচয় দিয়ে প্রতিবেদন করা হয়েছে।

বুধবার বাইডেনের ট্রানজিশান টিম হোয়াইট হাউসের বিভিন্ন পদে নতুন অনেকের নাম ঘোষণা করে যাদের মধ্যে জাইনের নামও রয়েছে। তিনি হতে যাচ্ছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফের ‘সিনিয়র এডভাইজার’। বাংলাদেশি বংশদ্ভূত হলেও তিনি বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। প্রিন্সটেন ইউনিভার্সিটি এবং ইয়েল ল স্কুলের গ্রাজুয়েট জাইন বর্তমানে বাইডেন-হ্যারিস ট্রানজিশনের ডমিস্টিক এন্ড ইকোনমিক টিমের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিস যখন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিতর্কে অংশ নেয়ার জন্য টিম করেছিলেন, সেখানেও ছিলেন জাইন।

জাইন সিদ্দিকের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। প্রিন্সটন ইউনিভার্সিটি ও ইয়েল ল’ স্কুল থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করা জাইন বর্তমানে বাইডেন-হ্যারিস ট্রানজিশনের ডোমেস্টিক অ্যান্ড ইকনোমিক টিমের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্বরত। নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইস-প্রেসিডেনশিয়াল বিতর্কের প্রিপারেশন টিমেরও সদস্য ছিলেন তিনি। তার আগে তিনি সাম্প্রতিক নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট প্রার্থিতার নমিনেশনের লড়াইয়ে নামা বেতো ও’রৌক-এর প্রচারণা শিবিরের ডেপুটি পলিসি ডিরেক্টর ও তার সিনেট ক্যাম্পেইনের সিনিয়র পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। এছাড়া মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি এলেনা কাগান, ডিসি সার্কিটের আপিল আদালতের বিচারক ডেভিড ট্যাটেল ও ডিসট্রিক্ট কোর্ট ফর দ্য সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার বিচারক ডিন প্রেগেরসনের অধীনে ল’ ক্লার্ক হিসেবে কাজ করেছেন জাইন সিদ্দিক। এর পাশাপাশি ওরিক হেরিংটন অ্যান্ড সাটক্লিফ এলএলপির একজন অ্যাসোসিয়েট হিসেবে আইন পেশার চর্চাও চালিয়ে গেছেন তিনি।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৈচিত্র্যপূর্ণ প্রশাসন সাজানোর চেষ্টা করছেন। এ লক্ষ্যে তিনি কাউন্সেলর টু দ্য প্রেসিডেন্টের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে জন ম্যাকার্থি, ডেপুটি চিফ অব স্টাফের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে থমাস উইনস্লো, ডিরেক্টর অব প্রেসিডেনশিয়াল শিডিউলিং হিসেবে লিসা কোহঙ্কে, অফিস অব দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের চিফ অব স্টাফ হিসেবে সারাহ ফেল্ডম্যান, চিফ ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন ডিরেক্টর হিসেবে মাইকেল লিচ, ডেপুটি ডিরেক্টর অব ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ফর পারসোনেল হিসেবে ক্রিস্টিয়ান পিলে ও কভিড-১৯ অপারেশনসের পরিচালক হিসেবে জেফ্রে ওয়েক্সলারকে বেছে নিয়েছেন। সূত্র: ডেভডিসকোর্স।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ