যুক্তরাজ্যে সস্ত্রীক করোনায় আক্রান্ত মোর্শেদ খান, আইসিইউতে স্ত্রী

করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ও তার স্ত্রী নাসরিন খান। যুক্তরাজ্যে অবস্থান করা মোর্শেদ খানের স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মোর্শেদ খানের পুত্র ফয়সাল মোর্শেদ।

তিনি জানান, ‘বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করা আমার বাবা ও মা উভয়েই করোনা আক্রান্ত হয়েছেন। মায়ের শারীরিক অবস্থা আগামী ৭২ ঘণ্টার জন্য অত্যন্ত সঙ্কাটপন্ন বলে মনে করছেন চিকিৎসকরা। শারীরিক অবস্থার অবনতি হলে মাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

 

চিকিৎসকরা জানিয়েছেন,বর্তমানে মায়ের ফুসফুস শতকরা ৫০ ভাগ সচল এবং অক্সিজেন লেভেল শতকরা ৭০ ভাগে উঠানামা করছে।

চলতি মাসের ৬ জানুয়ারি থেকে মোর্শেদ খান ও তার স্ত্রী নাসরিন খান করোনায় আক্রান্ত বলে জানান তাদের পুত্র ফয়সাল মোর্শেদ।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ