স্কটিশ নির্বাচনে প্রার্থী হলেন বাংলাদেশি কমিউনিটির ফয়ছল চৌধুরী

২০২১ সালের মে মাসে অনুষ্ঠিতব্য স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি থেকে লোদিয়ান রিজিওনে লিস্টের প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন ফয়ছল চৌধুরী এমবিই। প্রথমবারের মত স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কেউ প্রার্থী হিসাবে যুক্ত হলেন।

আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হচ্ছে লেবার পার্টির অভ্যন্তরীণ দলীয় নির্বাচন। এতে গোপন ব্যালটের মাধ্যমে দলের সাধারণ সদস্যরা লোদিয়ান রিজিওনের নমিনেশনপ্রাপ্ত সর্বমোট ১০ জন প্রার্থীকে ক্রমানুসারে ভোট দেবেন। নির্বাচনে পছন্দের তালিকায় প্রথম স্থানে নির্ধারণ করতে ক্যাম্পেইন শুরু করেছেন ফয়ছল চৌধুরী। স্কটিশ পার্লামেন্টের রিজিওনাল লিস্টে সাধারণত ১ম থেকে ৪র্থ স্থানে অবস্থানকারীরা এমএসপি হিসাবে চূড়ান্ত মনোনয়ন পেয়ে থাকেন।

২০১৭ সালে ব্রিটেনের জাতীয় নির্বাচনে লেবার পার্টির হয়ে এডিনবরা সাউথ ইষ্ট আসনে লড়াই করেন ফয়ছল চৌধুরী। ২০১৪ সালে স্কটিশ রেফারেন্ডাম চলাকালীন ‘বাংলাদেশিজ ফর বেটার টুগেদার ক্যাম্পেইন‘ এর সমন্বয়কারী ছিলেন তিনি। ঐতিহাসিক গনভোটে ‘নো’ ক্যাম্পেইনে স্থানীয় বাংলাদেশীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ