বাংলাদেশে কি গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, চোখ রাখুন ভোরের আলো পয়েন্ট অফ ভিউ

ভোরের আলো রিপোর্ট: বাংলাদেশে ২০১৮ সালের ৩০ শে ডিসেম্বরের নির্বাচনের দিনে গণতন্ত্রকে কি হত্যা করা হয়েছে। নাকি গণতন্ত্রের বিজয় হয়েছিল?- এসব প্রশ্নের জবাব নিয়ে নতুন বছরের প্রথম ‘ভোরের আলো পয়েন্ট অফ ভিউ’ সাজানো হয়েছে। বাংলাদেশ সময় ৪ জানুয়ারি সকাল ১০টায় এবং ৩রা জানুয়ারি কানাডা ও যুক্তরাষ্ট্র সময় রাত ১১ টায় ভোরের আলো’র ফেসবুক পেজ এবং TalkTrain ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে। ভোরের আলো পয়েন্ট অফ ভিউ’র এ পর্বে অতিথি হিসেবে থাকছেন, জাদরেল রাজনীতিবিদ বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা এবং বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)- এর সাবেক সভাপতি, নামী সাংবাদিক এবং দৈনিক ইত্তেফাক-এর বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার। এ তিন অতিথি গণতন্ত্র হত্যা নাকি বিজয় এনিয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন। আপনারা ভোরের আলো পয়েন্ট অফ ভিউ লাইভ দেখতে পাবেন- Facebook.com/Weeklyvhoreralo এবং YouTube.com/TalkTrain এ দুই চ্যানেলে। চ্যানেল দুটিতে প্রশ্ন করতে পারবেন অতিথিদের কাছে। এ দুই চ্যানেলে লাইক দিন, সাইসক্রাইভ করুন, কমেন্ট করুন, শেয়ার দিয়ে অনেককে দেখার সুযোগ করে দিন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ