করোনাকালে দেশের বাইরে অবকাশ যাপনের কারণে পদ হারালেন ওণ্টারিওর অর্থমন্ত্রী রড ফিলিপস

আরিফ আহমেদ                                                                                                   করোনাকালে সস্ত্রীক দেশের বাইরে অবকাশ যাপনের কারণে পদ হারালেন ওণ্টারিওর অর্থমন্ত্রী রড ফিলিপস।গত ১৩ ডিসম্বর রড ফিলিপস ক্যারিবিয়ান দীপে বিলাস বহুল প্রমোদ ভ্রমণে যান,এই সংবাদ প্রকাশিত হলে জন মনে বিরুপ প্রতিক্রিয়া হয়।এদিকে এক বিবৃতে অর্থমন্ত্রী ফিলিপ্স জানান, “এটি একটি ভুল  সিদ্ধান্ত ছিল , আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং প্রিমিয়ার ডাগ ফোর্ডের কাছে তার পদত্যাগ পত্র পেশ করেন ,ডাগ ফোর্ড পদত্যাগ পত্র গ্রহণ করেছেন।বুধবার ফিলিপসের কার্যালয় থেকে সিবিসি নিউজকে জানান হয়  যে মন্ত্রী এর পূর্বে আগস্টেও   একবর সুইজারল্যান্ডে  ভ্ৰমনে গিয়েছিলেন।

এদিকে ওন্টারিওতে করোনা ভাইরাস দিন দিন উর্ধগতির দিকে। গতকাল সব চাইতে বেশি করোনা রুগী শনাক্ত হয় ৩৩২৮ জন এবং মারা যান  ৫৬ জন। এর পূর্বে কখনো ওন্টারিওতে এতো বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়নি।

অন্টারিও কানাডার মধ্যে একমাত্র প্রভিন্স যেখানে তিন হাজারের বেশি করোনা রুগী। অনন্যা সকল প্রভিন্সে  এর চাইতে অনেক কম  রুগী শনাক্ত করা হয়।

অন্টারিও প্রভিন্স গত ২৬ ডিসেম্বর থেকে আগামী ২৩শে জানুয়ারি পর্যন্ত লক ডাউন। শুধু গ্রোসারি এবং খাবার দোকান (ডেলিভারি) ব্যতীত সবই বন্ধ থাকবে।

কানাডার অনন্যা প্রিভিন্সেও করোনা রুগীর সংখ্যা   দিনের পর দিন  বেড়েই  চলছে।

কানাডার  জনস্বাস্থ্য সংস্থার প্রাক্তন মহাপরিচালক ডঃ রোনাল্ড সেন্ট জন  সিটিভি নিউজ চ্যানেলকে বলেন।” পৃথিবীর প্রতিটা দেশে এই মহামারী দিন দিন বেড়েই চলছে এবং কানাডাও তার ব্যতিক্রম হবে না,।”

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ