চলন্ত বাসে ধর্ষণচেষ্টা সিলেট ও সুনামগঞ্জ উত্তাল

সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি। গতকাল বেলা সাড়ে ১১টায় আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টার সঙ্গে জড়িত বাসের চালক, হেলপারসহ সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তাহের আলী, আইনজীবী এ আর জুয়েল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ।
সিলেটে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে জানান, দোষীদের শাস্তির দাবিতে সিলেটে সচেতন নাগরিকবৃন্দের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন পালন করা হয়। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও ছাত্রনেতা সুজন পুরকায়স্থের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদার, পরিবেশ ও হাওড় উন্নয়নের সভাপতি কাশমির রেজা, কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি কামরুল আনাম চৌধুরী, সহ-সভাপতি কামরুজ্জামান চৌধুরী, পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজের মুখপাত্র এমএ মতিন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ফেঞ্চুগঞ্জ উপজেলা সেক্রেটারি মো. মাসুক মিয়া, কার্তিক বাবু, যুবলীগ নেতা শংকর চন্দ্র বৈষ্ণব, যুবলীগ নেতা মোমেন, ছাত্রলীগ নেতা দীপক অধিকারী, মোজাহিদ, সুয়েব, শিহাব শাহরিয়ার, আহসান আঞ্জুম, সৈয়দ মিঠু, মাহবুব আলম, মাহমুদুল হাসান সাগর, আশিষ দাস, সঞ্জয় নাথ, সজল সূত্রধর, নিকলেশ রায়, সৌরভ দাশ, সনুজ কান্তি দাস, সুজন সরকার, রঞ্জন দাস, রিংকু দাস, নিরুপম দাস, জনি দাস, বিজয় দেবনাথ, সঞ্জয়, উজ্জল পাল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অনেক জায়গায় চলন্ত বাসে ধর্ষণের ঘটনা এখন প্রতিনিয়ত ঘটছে। চলন্ত বাসে চালক ও হেলপার একা পেয়ে শিক্ষার্থীসহ ও নারীদের ধর্ষণ করার চেষ্টা চালাচ্ছে।

এখনই তাদের শাস্তির আওতায় না আনলে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকবে। বক্তারা বলেন, এ ধরনের অপরাধ সর্বোচ্চ শাস্তি ফাঁসির যোগ্য অপরাধ। তাই এ ধরনের অপরাধীদের ফাঁসি দিয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বক্তারা দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে আসার পথে দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে যাত্রীবাহী বাসে একা পেয়ে ড্রাইভার, কন্ডাক্টর ও হেলপার ওই কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়ে। আহত অবস্থায় দিরাই হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় নির্যাতিতার স্বজনসহ স্থানীয়রা রাতে দিরাই থানার সামনে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করেছে। তবে ড্রাইভার, কন্ডাক্টর ও হেল্পার পলাতক রয়েছে।
শনিবার রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে বাসের ড্রাইভার, কন্ডাক্টর (ভাড়া আদায়কারী) ও হেল্পারকে আসামি করে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ