টরেন্টোতে মিললো পাকিস্তানি অধিকারকর্মীর মৃতদেহ

কানাডার টরেন্টোতে পাকিস্তানের নির্বাসিত অধিকারকর্মী কারিমা বেলুচের মৃতদেহ উদ্ধার হয়েছে। রোববার ৩৭ বছর বয়সী কারিমার মৃতদেহ উদ্ধার হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তানের বাসিন্দা ছিলেন কারিমা। পাকিস্তান সেনাবাহিনী ও রাষ্ট্রব্যবস্থার কঠোর সমালোচক কারিমা ২০১৬ সালে বিবিসি’র একশ’ অনুপ্রেরণামূলক নারীর একজন মনোনীত হন।

টরেন্টো পুলিশ জানায়, কারিমা নিখোঁজ ছিলেন। পরে বন্ধুরা তার মৃতদেহ উদ্ধারের তথ্য দেন। সোমবার এক টুইটে টরেন্টোর পুলিশ জানায়, বে স্ট্রটে অধিকারকর্মী কারিমাকে সর্বশেষ দেখা যায়। এরপর আরেক টুইটে পুলিশ জানায়, তার অবস্থান শনাক্ত হওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

কারিমা বালুচের বন্ধুবান্ধব ও অনুসারীরা তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা বলতে পারেননি তারা। কারিমার বোন মঙ্গলবার বলেন, তার মৃত্যু শুধু পরিবারের জন্যই নয় বরং বেলুচ আন্দোলনের জন্যও শোকের।সূত্র:সমকাল

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ