আ.লীগে বন্ধু না থাকলে বাংলাদেশে আমাদের বন্ধু নেই-দোরাইস্বামী: বিশ্লেষক প্রতিক্রিয়া

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, আওয়ামী লীগে যদি আমাদের কোনো বন্ধু না থাকে তাহলে বাংলাদেশে আমাদের বন্ধু নেই। আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

বিক্রম দোরাইস্বামী আজ বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে স্বাগত জানান।

পরে দোরাইস্বামী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে মতবিনিময় করেন এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করেন।

ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক প্রসঙ্গে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির রেডিও তেহরানকে বলেন, তাদের সম্পর্ক এখন আর বন্ধুত্বের স্তরে নেই। সরকারের একজন মন্ত্রী বলেছেন, তাদের সম্প্রর্ক স্বামী-স্ত্রীর মত। আসলে ভারতের প্রতি তাদের নীতি হচ্ছে নতজানু। শুধু দিয়ে যাচ্ছে কিছুই আদায় করতে পারছে না।

এ সময় সীমান্তে বাংলাদেশি নাগরিকদের প্রতিনিয়ত হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, একটি দেশপ্রেমিক সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব নয়।

এর আগে, গতকাল মঙ্গলবার বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী অর্ধশতাধিক ভারতীয় সৈনিকের স্মৃতিরক্ষায় চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে নির্মিত ভাস্কর্য ‘মৃত্যুঞ্জয়ী মিত্র’ উদ্বোধন করেছেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

এসময় ভারতীয় হাইকমিশনার বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনারা একসঙ্গে এখানে প্রাণ বিসর্জন দিয়েছেন। বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুধু ঐতিহাসিক ও সংস্কৃতিগত নয় এটি রক্তের সম্পর্ক। আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই সীতাকুণ্ড উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা ও আত্মোৎসর্গকারী ভারতীয় সেনাদের।

বাংলাদেশ-ভারত মৈত্রী চিরঞ্জীব হবে উল্লেখ করে হাইকমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন বাংলাদেশের প্রেরণা। বাংলাদেশের জন্য তার আত্মত্যাগ এদেশের জনগণ ভুলতে পারবে না।

“মৃত্যুঞ্জয়ী মিত্র” নামে একজন ভারতীয় এবং একজন বাংলাদেশি যোদ্ধার পূর্ণাঙ্গ ভাষ্কর্যটি উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য দিদারুল আলম। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সাহাবউদ্দিন,মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, ভারতীয় হাইকমিশনারের সহধর্মিণী সংগীতা দোরাইস্বামী,ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি দীপ্তি আলংঘাট।

গতকাল চট্টগ্রাম সফরকালে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাত্ করেন। এ সময় তারা চট্টগ্রামের ভৌগোলিক,অর্থনৈতিক ও বাণিজ্যিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। মাহমুদুল ইসলাম চৌধুরী ব্রিটিশবিরোধী আন্দোলনে চট্টগ্রামের অবদান থেকে শুরু করে মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা স্মরণ করেন। তিনি চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক বিষয়ে ভারতীয় হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও উভয় দেশের জনগণের আস্থা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন।

এরপর সোমবার সন্ধ্যায় ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন,ভারত বাংলাদেশ দুই দেশ ভ্রাতৃত্বের বন্ধনের মতোই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ভারতের সাব্রুমে ফেনী নদীর ওপর ব্রিজ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখানে স্থলবন্দর চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের আরো প্রসার ঘটবে।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহজাদা সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারীর সভাপতিত্বে দরবার শরিফের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফটিকছড়ির সংসদ সদস্য আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব,উপজেলা নিবাহী কর্মকর্তা মো.সায়েদুল আরেফিন এবং হাটহাজারী সার্কেলের অ্যাডিশনাল এসপি আব্দুল্লাহ্ আল মাসুম বক্তব্য রাখেন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ