চট্টগ্রামে বিচারককে পেটালেন ‘আ.লীগ নেতা’র ছেলে

উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় বিচারককে লাঞ্ছিত করার সময় জনতা স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলেসহ দু’জনকে ধরে পুলিশে দিয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে নগরীর পতেঙ্গা থানার চরপাড়া বেড়িবাঁধ এলাকায় আউটার রিং রোডে এ ঘটনা হয়েছে বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ।

এ ঘটনায় আটক আলী আকবর নগরীর বন্দর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হাজী ইকবালের ছেলে। ১০ বছর আগে বহিষ্কার হলেও তিনি এখনও আওয়ামী লীগ নেতা পরিচয়ে বিভিন্ন সভা-সমাবেশে অংশ নেন। আটক আরেকজন হাসান আলী জিসান স্থানীয় জনৈক হাজী লিয়াকত আলীর ছেলে।

মৌখিকভাবে পাওয়া অভিযোগের ভিত্তিতে ওসি জোবাইর সৈয়দ সারাবাংলাকে জানান, আটক দু’জন আউটার রিং রোডে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে আসেন। এসময় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পঞ্চম যুগ্ম জজ জহির উদ্দিন ওই পথ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেল তার গাড়ির সামনে পড়লে তিনি উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর বিষয়ে জানতে চান। এসময় তারা মোটরসাইকেল থেকে নেমে ঔদ্ধত্যপূর্ণ আচরণের পাশাপাশি বিচারককে মারধর করেন।

ঘটনা দেখে উপস্থিত স্থানীয় লোকজন হামলাকারীদের আটকে ফেলে এবং পরে পুলিশের হাতে সোপর্দ করে। তাদের থানায় রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) অলক বিশ্বাস সারাবাংলাকে বলেন, ‘বিচারকের ওপর হামলার বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। স্থানীয় লোকজন ঘটনার সময় দু’জনকে ধরে থানায় পাঠিয়েছে। লিখিত অভিযোগ না পাওয়ায় তাদের এখনো আটক-গ্রেফতার দেখানো সম্ভব হয়নি। অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত হাজী ইকবাল ও তার ছেলে আলী আকবর যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার আসামি। ২০১৮ সালের ২৬ মার্চ দুপুরে হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ে মহিউদ্দিনকে খুন করা হয়েছিল। ওই হত্যা মামলায় পুলিশ আলী আকবরকে গ্রেফতার করেছিল।

সারাবাংলা

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ