ভাষ্কর্য নিয়ে ‘ভোরের আলো পয়েন্ট অফ ভিউ’

ভোরের আলো রিপোর্ট: কানাডার সর্বাধিক প্রচারিত বাংলা সাপ্তাহিক পত্রিকা ভোরের আলো’র আয়োজনে ‘ভোরের আলো পয়েন্ট অফ ভিউ’ ফেসবুক লাইভ এর ২৬ তম পর্ব আসছে। এবারের পর্বে থাকবে চমক। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভাষ্কর্য ও সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে পর্বটি সাজানো হয়েছে। এ পর্বে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য সুজাদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান এবং কানাডার টরেন্টোর মসজিদুর রহমান-এর ইমাম মাওলানা মুহিব্বুল্লাহ ফারজী অংশ নেবেন। অনুষ্ঠানের সঞ্চালক ও সাপ্তাহিক ভোরের আলো’র বার্তা সম্পাদক দীন ইসলাম জানান, এই মুহুর্তে বাংলাদেশে ভাষ্কর্য নির্মাণ একটি হট ইস্যু। ঝাঁঝালো কথামালায় ভরপুর থাকবে এবারের পয়েন্ট অফ ভিউ। ফেসবুক ও ইউটিউবের দর্শকরা আশা করছি নিরাশ হবেন না। কানাডার স্থানীয় সময় ৬ ডিসেম্বর, রাত ১০ টা, রোববার অনুষ্ঠানটি শুরু হবে এবং বাংলাদেশ সময় সকাল নয়টায়। সঞ্চালক দীন ইসলাম জানান, ভোরের আলো প্রধান সম্পাদক আহাদ খন্দকারের নির্দেশনায় আমরা দর্শকদের নতুন কিছু ইনফরমেশন দেয়ার চেষ্টা করছি। সবাই চোখ রাখুন। আশা করছি নিরাশ হবেন না। ভোরের আলো’র প্রকাশক রেশাদ চৌধুরী’র পরামর্শ অনুষ্ঠানের মান উন্নয়ন করছি আমরা।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ