কানাডার বেগমপাড়া নিয়ে ‘ভোরের আলো পয়েন্ট অফ ভিউ’-২৪

ভোরের আলো রিপোর্ট: কানাডার সর্বাধিক প্রচারিত বাংলা সাপ্তাহিক পত্রিকা ভোরের আলো’র আয়োজনে ‘ভোরের আলো পয়েন্ট অফ ভিউ’ ফেসবুক লাইভ এর ২৪ তম পর্ব আজ প্রচার হবে। এবারের পর্বে থাকবে চমক। কানাডায় টাকা পাচার ও বেগম পাড়া নিয়ে কথা বলবেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এবং বিএনপি’র সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।অনুষ্ঠানের সঞ্চালক ও সাপ্তাহিক ভোরের আলো’র বার্তা সম্পাদক দীন ইসলাম জানান, বেগম পাড়া নিয়ে অনেক অজানা কথা বলবেন অতিথিরা।ঝাঁঝালো কথামালায় ভরপুর থাকবে এবারের পয়েন্ট অফ ভিউ। ফেসবুক ও ইউটিউবের দর্শকরা আশা করছি নিরাশ হবেন না। কানাডার স্থানীয় সময় ২৯ নভেম্বর, রোববার ভোরের আলো পয়েন্ট অফ ভিউ পর্ব-২৪ অনুষ্ঠানটি শুরু হবে কানাডা সময় রাত ১০ টা এবং বাংলাদেশ সময় সকাল নয়টায়।

সঞ্চালক দীন ইসলাম জানান, ভোরের আলো সম্পাদক আহাদ খন্দকারের নির্দেশনায় আমরা দর্শকদের নতুন কিছু ইনফরমেশন দেয়ার চেষ্টা করছি। সবাই চোখ রাখুন। আশা করছি নিরাশ হবেন না। ভোরের আলো’র প্রকাশক রেশাদ চৌধুরী’র পরামর্শ অনুষ্ঠানের মান উন্নয়ন করছি আমরা।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ