২৭ বছর পর দখলমুক্ত মসজিদে চুমু খেয়ে প্রবেশ করলেন আজেরি প্রেসিডেন্ট

আর্মেনিয়ার হাত থেকে দখলমুক্ত করা মসজিদে চুমু খেয়ে প্রবেশ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। মসজিদে ঢুকে দোয়া প্রার্থনার পাশাপাশি একটি কোরআন মাজিদ রেখেছেন।

সোমবার ২৭ বছর পর দুখলমুক্ত বিরোধীয় নাগর্নো-কারাবাখের আগদাম অঞ্চল সফরে যান প্রেসিডেন্ট ইলহাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভা।

এদিন স্ত্রী আলিয়েভা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ইন্সটাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন। পাশাপাশি ভিডিও আপলোড করেন। নিজস্ব যানবহনের চেপে অঞ্চলটিতে সফর করেন তাঁরা। খবর ডেইলি সাবাহর।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, আগদামের একটি মসজিদে আলিয়েভ তাঁর স্ত্রী মেহরিবানকে নিয়ে প্রবেশ করছেন। এ সময় তিনি ও তাঁর স্ত্রী মসজিদের ফটকে চুমু খেয়ে তাতে প্রবেশ করেন। এ সময় ইলহাম ও তাঁর স্ত্রী কোরআনে চুমু খেয়ে সেটি মসজিদে রাখেন।

ভিডিওতে প্রেসিডেন্ট ইলহাম জানান, আজারবাইজানের সেনাবাহিনী কোনো বুলেট ব্যবহার না করেই আগদাম বিজয় করেছে।

এ সময় ইলহাম আলিয়েভ আর্মেনিয়দের হাতে ধ্বংস হওয়া এলাকা দেখিয়ে বলেন, সমগ্র বিশ্বকে এসব দেখা উচিত। এখানে ভালো কোনো স্থাপনা নেই। সব আর্মেনীয়রা ধ্বংস করে ফেলেছে।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ